পাবনা জেলার বেড়া উপজেলায় এনজিও আশার (এডুকেশন) শিক্ষা কর্মসূচির সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত (২৫ নভেম্বর ২০২৪) সোমবার পাবনা জেলার বেড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আশার (এডুকেশন)শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা সুপারভাইজারদের নিয়ে বার্ষিক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এনজিও আশা- পাবনা জেলার বেড়া উপজেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আজিম উদ্দীন এর সভাপতিত্বে ও (এডুকেশন) শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুশ শাফীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও আশার (এডুকেশন) শিক্ষা প্রোগ্রামের প্রধান কর্মকর্তা মোঃ সামিউল হক।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও আশার সিনিয়র ডিএম মোঃ আব্দুল লতীফ মোল্লাহ, আশা- সিরাজগঞ্জ উল্লাপাড়া শাখার সিনিয়র (এডুকেশন) শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, মোঃ জুলফিকার আলী জয় ও (এডুকেশন) শিক্ষা অফিসার মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে আশার এডুকেশন ম্যানেজার সামিউল হক দিনব্যাপী আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠানে শিক্ষা সুপারভাইজারদের (এডুকেশন) শিক্ষা কর্মসূচির আওতায় আগামী দিনের পরিকল্পনা উপস্থাপনের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মরত সকল (এডুকেশন)শিক্ষা সুপার ভাইজারদের তা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠানে শিক্ষা সুপারভাইজারদের পাশাপাশি এনজিও আশার বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।