স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের এর বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত-(২ ডিসেম্বর ২০২৪) সোমবার সিরাজগঞ্জ পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে পৌরসভার সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরনবী সরকারের সভাপতিত্বে ও নগর পরিকল্পনাবীদ আনিসুর রহমানের সঞ্চালনায়
বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমীন পিপিএম,পিএসসি।
উপপ্রশাসনিক কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার সহকারী নির্বাহী প্রকৌশলী রবিউল কবীর,সমাজ উন্নয়ন কর্মকর্তা এস,এম,শাহ্ আলম, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ আশরাফুল ইসলাম খান, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি ও লাইসেন্স পরিদর্শক আব্দুল হান্নান খান,সহ-সভাপতি রাশেদুল হাসান শাহীন, সাধারণ সম্পাদক আল আমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ দুলাল,হিসাব রক্ষন কর্মকর্তা ওয়ারেস কবীর শিমুল প্রমুখ।
পরিশেষে পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকায় ৫ হাজার রিকশা চলাচলের অনুমতি প্রদানের সিদ্ধান্ত অনুযায়ী রিকশা মালিক ও রিকশা- ভ্যান চালকদের ২০২৪-২০২৫ অর্থ বছরে হালনাগাদ লাইসেন্স প্রদানকালে হাজী নজরুল ইসলামের হাতে লাইসেন্স দিয়ে শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার সিরাজগঞ্জ এর উপ-পরিচালক (উপ-সচিব) ও সিরাজগঞ্জ পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।