সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (০২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের বলিয়ারপুর এলাকার ঢাকা মুখী লেনে এস, এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন, সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন, প্রাইভেট কারের চালক ও গাড়ীর মালিক মজিবুর। আহতরা হলেন, শাহাবুদ্দিন ও আ. জলিল। শাহাবুদ্দিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সি লাইন নামে একটি দূরপাল্লার বাস ও প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। উল্টে যায় প্রাইভেটকারটি। গাড়িতে থাকা ৫ ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। নিহত নাজিমউদ্দীন মেম্বারের ভাতিজার বিয়ের জন্য মেয়ে দেখে বাড়ি ফিরছিলেন তারা৷
আহত শাহাবুদ্দিন এর শ্যালক বলিয়ারপুর এলাকার স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, তারা মেয়ে দেখে ফিরছিলেন। এমন সময় গ্যাস নিয়ে ইউটার্ন করার সময় দূর্ঘটনা ঘটে। ৩ জন মারা গেছেন। আমার দুলাভাইকে নিয়ে হাসপাতালে এসেছি। তার অবস্থা আশংকাজনক।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আমরা এখনও ডেড বডি পাইনি। তাই নিহত কতজন নিশ্চিত করে বলতে পারছিনা। একবার শুনেছি ১ জন আবার শুনেছি ৩ জন। একটু পরেই নিশ্চিত হতে পারব। তবে প্রাইভেট কারটি উলটো পথে যাচ্ছিল। তখন ঢাকা মুখী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা কাজ করছি, একটু পরে বিস্তারিত জানাতে পারব।