প্রবাসীরা যান্ত্রিক নামের এক মহা দানব!

প্রবাসী জীবনের আরেক নাম লটারি। এতে কারো কপাল খুলে যায়, কারো নেমে আসে চরম দুর্ভোগ। কোনো কোনো প্রবাসীর জীবন হয়ে উঠে অগ্নি গর্ভ।

শেষ বয়সে জীবন হয়ে ওঠে জ্বালাময়। একটি ভালো ঘর তৈরি করবো। ভাই বোনের লেখার পড়ার খরচ দিব, বিদেশে যাওয়ার আগে ধরনের অনেক কিছুই মাথা ঘুরপাক খায় প্রবাসীদের। কাজের সময় ভালো না লাগলে তবুও কাজ করতে হয়, নিজের ইচ্ছার সাথে যুদ্ধ করতে হয়, আর এই যুদ্ধ সবাই পারে না, এটা শুধু প্রবাসীরাই পারে। প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল।

সৌদি প্রবাসী নুর মিয়া জানান রুম থেকে বের হন সকাল ছয়টায় কাজ শেষে ফিরে আসতে রাত ১১/১২ এবং টি মধ্য হয়ে যায় রুমে এসে রাতে খাবার বানিয়ে ঘুমাতে হয় আবার সেই একই পদ্ধতিতে সকালে ছুটে যেতে হয় কাজের জন্য এভাবে তার জীবন চলছে।

তিনি বলেন, অনেকের ধারণা প্রবাসীরা যান্ত্রিক নামের এক মহা দানব। চাবি ঘোরালেই ফয়দা। আর এক প্রবাসী বলেন জামাল মিয়া বলেন, প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল এবং এর অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার। বরিশালের রুবেল হোসেন বলেন প্রায় দেড় বছর আগে গাড়ি দুর্ঘটনায় বাঁ পা ভেঙ্গে যায়।সৌদি আরব থেকে প্রায় ৪ মাস চিকিৎস্য শেষে মোটামুটি সুস্থ হয়ে বাংলাদেশে চলে যান। কিন্তু কিছু দিন পরে তার পায়ের ব্যথা আবার বেড়ে যায়।আবার তাকে বাংলাদেশে অপারেশন করতে হয়।দেশে ৬ মাস অতিবাহিত করার পর সৌদিতে আসেন। এখনও তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে হয়। প্রয়োজনের তাগিদে এ অবস্থাই তাকে কাজ করতে হচ্ছে।

প্রবাসীদের লাগেজ কাণ্ড এবং বিশ্রামের জায়গার সু বন্দোবস্ত হলেও, প্রবাসীরা আরও একটি অনুরোধ সরকারের কাছে অনেক দিন থেকেই করে আসছে প্রবাসী পেনশন স্কীম। এ ব্যাপারে কিছুদিন শোরগোল হলেও এখন কোন কিছু জানা যাচ্ছে না। তাছাড়া বড় সমস্যা হলো বিমানের টিকেট যেটা এখন অসহনীয় পর্যায়ে আছে। সৌদি থেকে আসা যাওয়ার বিমান টিকেট যে পরিমাণ বাংলাদেশি টাকার সমপরিমাণ দিয়ে কেনা যায়, বাংলাদেশ থেকে আসতে গেলে সে টিকিটের দাম পরে দেড় বা দুই গুন। অথচ প্রায় সময় দেখা যায় বিমান বাংলাদেশের সিট গুলো খালি অথচ বিমানের টিকেটের জন্য হাহকার।

বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সীমান্ত এলাকায় বন্যহাতির তান্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। ভ‚ট্রা ও সরিষা ক্ষেতে হানা দেয় হাতির দল। ।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x