মাহবুব আলম মানিক:
০৬ ই ডিসেম্বর (শুক্রবার ) সকাল ৯ টায় সাভারের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক এবি এম ফজলুল করিম- জেনারেল সেক্রেটারী বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড, মো: কোরবান আলী – সাবেক ভিসি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ও কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, অধ্যাপক শেখ আব্দুল মালেক, অঞ্চল তত্ত্বাবধায়ক, ঢাকা দক্ষিণ অঞ্চল, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, অধ্যাপক ড, আব্দুর রব, -উপাচার্য, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন – বিশিষ্ট শিক্ষাবিদ, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ঢাকা জেলা,৷ অধ্যক্ষ মাওলানা ড, ইকবাল হোসাইন ভুইয়া।
আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা জেলা সভাপতি অধ্যক্ষ তৌহিদ হোসেনের সভাপতিত্বে ও আসাদুজ্জামান জিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।এসময় প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্যে বিগত সৈরাচারি সরকারের আমলে শিক্ষকদের বিভিন্ন বৈষম্যের সমালোচনা এবং বিষয়বস্তু তুলে ধরেন সামনের দিনে এমন কোন সৈরাচারি ব্যাবস্থা যাতে আর গড়ে উঠতে না পারে সেজন্য সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে সমাবেশের ইতি টানেন।