নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর রিপোটার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় ৩০ মিনিটে গৌরীপুর রিপোর্টাস ক্লাবের কার্যালয় থেকে পৌর শহরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন গৌরীপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আকবর আনিস ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। পরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে ক্লাব অফিসে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার। গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আকবর আনিস, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রইছ উদ্দিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাবেক আহবায়ক জাতীয়তাবাদী ছাত্রদল মীর হোসেন সরকার মিরন, সাংবাদিক আল আমিন, সাংবাদিক হুমায়ূন কবির, কবি জয়নাল আবেদীন প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন, দুদু, মোখলেছুর রহমান, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, মিথুন আজমী, পিযুষ রায় গনেশ, শফিকুল ইসলাম, মাহফুজ, আব্দুস সালাম, শাহদাৎ শাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক আজম জহিরুল ইসলাম, অধ্যাপক কাজী মোনায়েম, সাবেক সভাপতি মজিবুর রহমান, মোতালিব বিন আয়েতসহ যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও স্বরণ করা হয়। তাছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গৌরীপুরে স্থানীয় হোটেলে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের বিশেষ ভোজনের মাধ্যমে অনুষ্ঠানসূচী সমাপ্তি হয়।

বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সীমান্ত এলাকায় বন্যহাতির তান্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। ভ‚ট্রা ও সরিষা ক্ষেতে হানা দেয় হাতির দল। ।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x