অতীতের চেয়ে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ব্যতিক্রম: উপদেষ্টা সাখাওয়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে- তা আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনের চেয়ে ‘গ্রহণযোগ্য’ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, আমি আশা করব- আগামী নির্বাচন যেটা হবে, যখনি হবে সেটা অবশ্যই গ্রহণযোগ্য… অতীতে যা দেখেছি তা যেন না হয়।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে এক অনুষ্ঠানে নৌপরিবহণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত এসব কথা বলেন। নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।এরপর তাদের অধীনে টানা তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।তিনটি নির্বাচন নিয়েই বিতর্ক রয়েছে।এরমধ্যে দশম ও দ্বাদশ নির্বাচন বর্জন করে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

আগামীতে যারা অংশ নেবেন তারা ওই তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন বলে ধারণা উপদেষ্টা সাখাওয়াত হোসেনের। আর না নিলে তা খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘আগের নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশের সব স্ট্রাকচার নষ্ট করে গেছে।সেটা আমলাতন্ত্র হোক, বিচার বিভাগ হোক কিংবা পুলিশ। আজ পর্যন্ত পুলিশ দাঁড়াতে পারছে না- এমন স্ট্রাকচার নষ্ট হয়েছে; দাঁড় করানো খুব কঠিন। আগে আমি বাইরে থেকে বলতাম। এখন আমি ভেতর থেকে দেখছি। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের ‘ভোটের উৎসব’ চলে গেছে বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা সাখাওয়াত।

নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে কানাডার সহায়তা চাওয়া হয়েছে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে কানাডার সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT