কুড়িগ্রামের চর রাজিব পুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া খাজা ঘাট সড়কের সেতুর দুই পাশের মাটি সরে গেছে। সেতু পারাপারে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
পাখিউরা বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ শাহিন আলম বলেন , ব্রিজের দুপাশে মাটি না থাকায় আমাদের রাজিবপুর থেকে মাল করে আনতে হলে অনেক চরম ভোগান্তিতে পরতে হয় ।
পশ্চিম বদরপুর গ্ৰামের মুদি দোকানদার রায়হান কবির বলেন,৫০ কেজির কয়েকটি বস্তা আনলে ব্রিজের এখানে মাথায় করে ব্রিজ পাড় করতে হয় ।
গত ১ বছর আগে টাঙ্গালিয়া পাড়া খাজার ঘাটের নদীর ওপর প্রায় ১লক্ষ টাকা ব্যয়ে কাঠের সেতু নির্মাণ করা হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেতুর দুপাশের মাটি বন্যায় ধসে সরে যাওয়ায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।
গাড়ি চালক সোহেল বলেন,সেতুটির ওপর দিয়ে অটো রিকশা পারাপার করতে হলেও অন্যের সহায়তা লাগে।
আনান্দ বাজারের হোটেল মালিক সুজন মাহমুদ বলেন, প্রায় ২থেকে ৩ মাস ধরে সেতুর দুপাশে মাটি নেই। এ সেতু দিয়ে পণ্যবাহী কোনো যানবাহন আনা নেওয়া করা খুবই ঝুঁকিপূর্ণ হয়,ব্রিজের দুই মাথায় মাটি তো নেই সেই সাথে কোন ভাবে গাড়ি ব্রিজে উঠালে ব্রিজ মনে হয় ভেঙ্গে যায়।
পাখিউরা বাজার অটো বাইক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ শাহাদাত হোসেন বলেন, ব্রিজের দুপাশে মাটি না থাকার কারণে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে, আমি আশা করছি দ্রুত সময়ের মধ্যে ব্রিজের দুপাশে প্রয়োজনীয় ব্যবস্থা করে দিতে।
রাজিবপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহ আলম মেম্বার বলেন, এখন ইউনিয়ন পরিষদের ফান্ডে কোন প্রকার বাজেট নেই। পরবর্তি তে বাজেট আসলে এই কাজ গুলো করে দেওয়া হবে।