রৌমারীতে বাড়ি যাওয়ার সময় ট্রাকের আঘাতে এক বৃদ্ধের নিহত হয়েছে।
নিহত সাবেক ঠিকাদার মোয়াজ্জেম হোসেন (৭৭) উপজেলার নতুনবন্দর গ্রামের মৃতু্য বখতিয়ার হোসাইনের ছেলে। তার বর্তমানের বাড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন। ১৫ ডিসেম্বর রবিবার বেলা সোয়া ১১টায় উপজেলার সোসালী ব্যাংক সংলগ্ন ডিসি রাস্তায় এ দুঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ব্যক্তি বাজার থেকে নিজ বাসায় (ফায়ার সার্ভিস সংলগ্ন) যাওয়ার সময় সোনালী ব্যাংক সংলগ্ন ডিসি রাস্তায় গাড়ির জ্যাম্প থাকায় ভ্যান ও ট্রাকের মাঝামাঝি দিয়ে যাওয়া কালিন চলমান ট্রাকের ধাক্কায় পেছনের চাকায় পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যাক্তিকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে ঘটনা স্থলেই মৃতু হয়েছে বলে জানান। এ ঘটনায় অভিযোগের পর ঘটনা স্থল থেকে ট্রাক চালক রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামের সাদেক মন্ডলের ছেলে হান্নান আলী (৪২)কে আটক করেছে রৌমারী থানা পুলিশ। গাড়ির মালিক ইজলামারি গ্রামের নুরুদ্দিন। যাহার গাড়ি নম্বর বগুড়া ট-১১-২৩৭২।
এবিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, সকাল সোয়া ১১ টায় সোনালী ব্যাংক সংলগ্ন ডিসি রাস্তায় ট্রাকের আঘাতে মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যাক্তির মৃতু হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ট্রাক চালক রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামের সাদেক মন্ডলের ছেলে হান্নান আলী (৪২)কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।