মাহবুব আলম মানিক:
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলার আশুলিয়াতে আশুলিয়া থানা বিএনপি, যুবদল, ছাত্র দল ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ০৭ টার সময় আশুলিয়ার ভাদাইল আব্দুল গফুর চেয়ারম্যানের বাড়ি ও ভাদাইল মন্ডল কলোনির সামনে থেকে কয়েকশত মানুষের ভিন্ন দুটি মিছিল বের হয়ে সাভার জাতীয় স্মৃতি সৌধের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের উদ্দেশ্যে রওনা করে।
জানা যায়, আশুলিয়া থানা বি এন পির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া যুবদল নেতা মোবারক হোসেন, ও আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সহ ছাত্র দল নেতা আলিম মোল্লা, এর নেতৃত্বে ভিন্ন ভিন্ন আরও কয়েকটি বিশাল মিছিল আশুলিয়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পল্লীবিদ্যুত কবরস্থান রোডের মাথায় একত্রিত হয় এবং জাতীয় স্মৃতি সৌধে পুস্প অর্পন শেষে আবারও আশুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডি ইপিজেড হাসেম প্লাজার সামনে এসে শেষ হয়।
এসময় মিছিলে লও লও লও সালাম, বিজয়ের এই দিনে জিয়া তোমার মনে পরে, ৭১ এই দিনে জিয়া তোমার মনে পরে, নেত্রী মোদের খালেদা জিয়া দেশ গড়েছেন শহীদ জিয়া, আমার নেতা, তোমার নেতা, তারেক জিয়া, তারেক জিয়া এই রকম বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে মিছিলটি।অনুষ্ঠানে বিভিন্ন এলাকায় থেকে বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনেন নেতা কর্মী দলে দলে এসে যোগদেন।