কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় মাঠে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয়ের মহান বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানটি কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে শুরু করে দিন ব্যাপী চলে নানা রকমের খেলা ধুলা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজিবপুর উপজেলা শাখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক গোলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজিবপুর উপজেলা শাখা। জনাব মোঃ সাব্বীর হোসেন মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজিবপুর উপজেলা শাখা।
সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুর রহমান (মাষ্টার) সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোদালকাটি ইউনিয়ন শাখা। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তালেব (মেম্বার) ইউপি সদস্য ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোদালকাটি ইউনিয়ন শাখা। আয়োজনে,কোদালকাটি ইউনিয়ন পরিষদ। মশাল দৌড়ের মাধ্যমে পতাকা উত্তোলন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ বদিউজ্জামান প্রধান শিক্ষক বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ জয়নুল আবেদীন, মোঃ তোতা মিয়া, মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আমির হোসেন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহন করে। বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন,
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত উন্নত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।তাই শিক্ষা ছাড়া কোন উপায় নেই, আশা ব্যক্ত করে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন। এবং বিভিন্ন অতিথিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।