ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে ওএসডি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২১ অক্টোবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া পত্রে তিনি ঢাকা বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছিলেন। পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান তবে সেসময় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের প্রায় দুই মাস পর অবশেষে অধ্যাপক তপন কুমার সরকারকে ঢাকা বোর্ড থেকে সরিয়ে নিল শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে একই দিনে অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার উপ-সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আগে তিনি মাউশির ডিজি পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। প্রজ্ঞাপনে তিনটি শর্তে তাকে নতুন করে পদায়ন করা হয়েছে। সেগুলো হলো- এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়, এ দায়িত্ব দেওয়ার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না, সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে।

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী আটক

ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x