সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের কর্মী, চিকিৎসক এবং রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে একটি পক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রের দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সাবেক ট্রাস্টি ডা. নাজিম উদ্দিন ও তার সহযোগীরা সকালে গণস্বাস্থ্য কেন্দ্র দখল করতে এলে কর্তব্যরত কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। অভিযোগ রয়েছে, ওই সময় হামলাকারীরা হাসপাতালের কর্মীদের শারীরিকভাবে হেনস্তা করেন। এ ঘটনার পরপরই কর্মীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম জানান, তারা আচমকাই এসে আমাদের ওপর আক্রমণ করে। আমরা বাধা দিতে গেলে আমাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমন পরিস্থিতিতে চিকিৎসা কার্যক্রম স্থগিত হয়ে পড়ার উপক্রম হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি শান্ত করে এবং হামলাকারী পাঁচ জনকে আটক করে। তবে, ট্রাস্টি নাজিম উদ্দিন ও তার সহযোগীরা পালিয়ে যান।

আটককৃতরা হলেন- রঞ্জিত কুমার কর্মকার, রওশন আলী, ডা. মো. গোলাম রহমান, মো. কাওসার, মঞ্জুরুল হাসান, মো. নূর নবী।

পুলিশ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাসপাতালের ভিতরে পুলিশ মোতায়েন রয়েছে। গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ সোহেল রানা জানান, বর্তমানে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হলেও পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের কারণে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন এবং চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।

এদিকে ঘটনার পর পরই দুই পক্ষ পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি করেছে।

বিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ

বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ৬টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টন, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x