ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও অটোরিক্সা সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢাকার অদূরে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় অটোরিক্সার চালক আহত হয়েছেন।

শুক্রবার(২০ডিসেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ।

নিহতরা দুজন হলেন, ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং নিহত কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।

স্থানীয়রা জানান,ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে চালক ও দুই যাত্রী আহত হন।এসময় আহত অবস্থায় স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক কাজী শাহীন ও তার স্ত্রী রুবিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফারসিম তারান্নুম হক বলেন, ‘ভোরে দুর্ঘটনার ঘটনায় দুজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।একজন তখনই মৃত অবস্থায় পাই আমরা। আরেক জনকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করি।খবর পেয়েছি তিনিও মারা গেছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:সওগাতুল আলম জানান,ঢাকা- আরিচা মহাসড়কের ঢুলিভিটায় যাত্রীবাহী বাস ও অটোরিক্সা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিধি মোতাবেক স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী আটক

ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x