টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড আহাদ মটরসের সামনে ডাকাতির প্রস্তুতি কালে একটি পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো ন ১২-২৯৮৭ সহ দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন-শামীম শেখ (৩০), আব্দুল লতিফ (৪৭),রবিউল ইসলাম রবি (২৭), রাসেল মিয়া (২৮),খাদেম আলী (২৮) ও আব্দুল্লা হিল কাফি (২০)।

রোববার দুপুরে কালিহাতী সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান প্রেস ব্রিফিং বিষয়টি জানিয়েছেন। তিনি আরো বলেন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া।

তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তাহারা কালিহাতী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলিয়া স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি সহ ডাকাতি মামলা আছে। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়েছে।

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী আটক

ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x