কুড়িগ্রামের রৌমারী সোনাপুর মওলানা আবদুল হামিদ খান ভাসানী হুজুরের সহ-ধর্মীনি হামিদা খানম ভাসানীর ওফাত ওরশ মোবারক পালন করা হয়েছে।
গতকাল ২৮শে ডিসেম্বর রোজঃ শনিবার, নানাআয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ সেলিম খান সভাপতি ন্যাপ ভাসানী, কুড়িগ্রাম জেলা শাখা। প্রধান অতিথি জননেতা হাসরত খান ভাসানী, সভাপতি, ন্যাপ ভাসানী ও খোদাই খেদমতগার সন্তোষ টাঙ্গাইল। এসময় আরও উপস্থিত ছিলেন, পনির উদ্দিন সভাপতি ভাসানী দরবার শরীফ সোনাপুর, এম,এ সাত্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি চরশৌলমারী ইউনিয়ন শাখা, হুমায়ন কবির সহ-সভাপতি ভাসানী দরবার শরীফ সোনাপুর, বেল্লাল হোসেন সাধারণ সম্পাদক ভাসানী দরবার শরীফ সোনাপুর, মকবুল হোসেন কোষাধ্যক্ষ ভাসানী দরবার শরীফ সোনাপুর, জয়নাল আবেদীন সহ কোষাধ্যক্ষ ভাসানী দরবার শরীফ সোনাপুর, হযরত আলী ধর্মবিষয়ক সম্পাদক ভাসানী দরবার শরীফ সোনাপুর। অনুষ্ঠানের আয়োজনে, খতমে কোরআন, আলোচনা মিলাদ মাহফিল, হালকায়ে জিকির, মরফতি-মুর্শিদি মজলিস, খাস জিয়ারত ও মুনাজাত করা হয়।
আয়োজনে মাওলানা ভাসানী দরবার শরীফ কমিটি ও আবুবকর খান ভাসানী ফাউন্ডেশন রৌমারী কুড়িগ্রাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আয়নাল হক সহসাধারণ সম্পাদক ভাসানী দরবার শরীফ সোনাপুর। এবং বিভিন্ন অঞ্চল হইতে আগত শিল্পীদের, শরীয়তে, মারফতি, লালন গীতি দেহতত্ত্ব আধ্যাত্মিক ও ভাব বৈঠকি গান শেষে তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।