আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফ বাস্তবায়নে লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(৫ জানুয়ারি) রোজ রবিবার বিকেলে আশুলিয়া ধামসোনা ইউনিয়নের শ্রীপুর এলাকায় বালির মাঠে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে। ঢাকা জেলা তাতীদলের সভাপতি মো. জাকির হোসেন এর সঞ্চালনায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার সভপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সালাম আজাদ যুগ্ম মহাসচিব বংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ও সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এডভোকেট নিপুণ রায় চৌধুরী সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি,খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা বিএনপি, সামছুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, সাইফ উদ্দিন সাইফুল সভাপতি সাভার থানা বিএনপি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খন্দকার আবু আশরাফ সভাপতি ঢাকা জেলা বিএনপি, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী, সাধারণ সম্পাদক ডাক্তার আসাদুল্লা আহমেদ দুলাল, সহসভাপতি মো. আমিনুল ইসলাম পিয়ার আলী, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদি, সাবেক সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া ইউনিয়ন সভাপতি শামছুদ্দিন আহমেদ চৌধুরী, পাথালিয়া ইউনিয়ন সভাপতি আব্দুস সোবাহান,শিমুলিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল্লা আল মামুন, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজাদুজ্জামান মহন যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলমম মন্ডল।
এছাড়া বিএনপির নেতা মোরশেদ আলম মোল্লা,মো. ইদ্রিস আলী মিয়া,মো, মাহাবুবুর রহমান মাহবুব,মো. মোবারক হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো,শরিফ সিকদারসহ জেলা,থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েকহাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।