সাভারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাভারে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগ ও রাঢীবাড়ি আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।প্রায় ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। তিনি সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া চান। তিনি বলেন, আমাদের মা খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারের কাজ করবেন। মাদক, কিশোর গ্যাং নির্মূলে ও সাভারের সৌন্দর্য বর্ধনে কাজ করবেন। গরিব, মেহনতি, দুস্থ মানুষের সব সময় পাশে থাকবেন। তিনি আরো বলেন, বলেন, বিএনপি এদেশের মাটি মানুষের রাজনীতি করে।

দেশের মানুষ ভালো থাকলে, সুখে থাকলে বিএনপিও ভালো থাকে, সুখে থাকে। বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির লীলাভূমি।

এখানে উগ্র ধর্মীয় সামপ্রদায়িকতার কোনো সুযোগ নেই। এদেশে সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে সেই যুগযুগান্তর থেকে। তবে বিগত প্রায় এক যুগ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের একটি রাজনৈতিক দল ট্রামকার্ড হিসেবে ব্যবহার করে ক্ষমতার চেয়ারকে প্রলম্বিত করেছিল। আর এই সুযোগে সেই দলটি স্বৈরাচার হয়ে উঠেছিল। যার পরিণাম গত ৫ই আগস্ট দেশবাসী প্রত্যক্ষ করেছে। তাই ভবিষ্যতে যারাই জনবিচ্ছিন্নতার রাজনীতি করবে তাদের পরিণতি একই হবে বলে তিনি সকল পক্ষকে জনগণের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস খান, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ঢাকা ও মানিকগঞ্জ জেলার উপদেষ্টা আলহাজ্ব কায়কোবাদ মো: শরীফুজ্জামান,সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল ইসলাম, সাভার পৌর সভার সাবেক মেম্বার আতাউর রহমানসহ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ হযরত আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা রাশেদুল জামান বাচ্চু,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃইয়ার রহমান উজ্জল,বিএনপি নেতা ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান,সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম,সাভার পৌর ছাত্রদলের নেতা আবিদ হোসেন নাফি,সাভার পৌর যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, হাজী আব্দুল গফুর বাবুল সহ-সভাপতি সাভার পৌর বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী,সাভার পৌর যুবদল নেতা মোঃ সোহেল রানা, সাভার পৌর যুবদল নেতা মোঃ হেলাল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

বিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ

বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ৬টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টন, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x