কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সীমান্ত এলাকায় বন্যহাতির তান্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। ভ‚ট্রা ও সরিষা ক্ষেতে হানা দেয় হাতির দল। । ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এনিয়ে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। গত ১১ জানুয়ারী শনিবার দিনগত রাত ২ ঘটিকার সময় উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা আলগার চর সীমান্তে বন্যহাতির তন্ডবের ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, ভারতীয় সীমান্ত পিলার ১০৭১-১০৭২ দিয়ে রাত্রি আনুমানিক ২ ঘটিকার সময় একদল বন্যহাতি আলগারচর এলাকায় প্রবেশ করে। সেখানকার কৃষক রবিউল ইসলামের ১ বিঘা ভুট্রা, ছফিউল ইসলামের ১ বিঘা ভ‚ট্রা, আজিবরের ষরিসা ও ভ‚ট্রা দেড় বিঘা, ছৈয়ত জামানের ১০ কাঠা ভুট্রা, বদিউজ্জামানের প্রায় ১৫ কাঠা ভুটাসহ আরো অনেকেরই মোট প্রায় সাড়ে ৬ বিঘার ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। ২ ঘন্টা ব্যাপি ক্ষতি শেষে ভারতের পাহাড়ে চলে যায়।
এবিষয় ক্ষতিগ্রস্ত আরও অনেকেই অভিযোগ করে বলেন, প্রতিবছরই ভারতীয় বন্যহাতি এসে আমাদের ফসলের ক্ষতি করে থাকে। কৃষির উপর নিরর্ভশীল কৃষকরা, ফসল উৎপাদনের উপর জীবনযাপন। তবে হাতির তান্ডবের ক্ষতি প্রতিবার প্রশাসনিক ভাবে দেখে গেলেও কোন ব্যবস্থা নেয়া হয় না।
এবিষয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্ত কাইয়ুম চৌধরী বলেন, শনিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে ভারতীয় বন্যহাতি এসে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। খবর পাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতির পরিমান জরিপের জন্য উপসহকারী অফিসারদের পাঠানো হয়েছে। জরিপ শেষে ক্ষতির পরিমান বুঝা যাবে। পরে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে উর্ধ্বতন কতৃপক্ষের নিকট পাঠানো হবে।