টাঙ্গাইলের দেলদুয়ারে অবৈধ ভাবে নদীর বালু এবং কৃষি জমির মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার দেওলী ইউনিয়নে ধলেশ^রী নদীতে বাংলা ড্রেজার বসিয়ে রাজিব নামের যুবলীগ নেতা বালু উত্তোলন করে আসছিল। এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ওই এলাকায় পুলিশ ও সেনা বাহিনী সমেত অভিযান চালান। অভিযানকালে ড্রেজারের মালিককে না পাওয়ায় উত্তোলন কাজে ব্যবহৃত পিভিসি পাইপ লাইন ধ্বংস করা হয়।
ইউএনও জানান অবৈধভাবে নদীর বালু, কৃষি জমির টপ সয়েল এবং বিনা অনুমতিতে জমির শ্রেণী পরিবর্তনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং এ অভিযান অব্যহত থাকবে। এর আগে রোববার সন্ধ্যায় আটিয়া ইউনিয়নের গড়াসিন ব্রিজের সন্নিকটে এসকেভেটর (ভেকু) দিয়ে একটি চক্র কৃষি জমির মাটি কেটে বিক্রি করছিলো।
কৃত অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় অবৈধ মাটি ব্যবসায়ীর নিকট হতে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।