সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

মতিঝিলে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আন্দোলনরত ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার’ ওপর হামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমখে পদযাত্রা করে আন্দোলকারীরা। পরে হাইকোর্ট মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙ্গে সামনে যেতে চাইলে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্ৰেনেড নিক্ষেপ করে।

মিছিলে থাকা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, আমরা গতকালের ঘটনায় জড়িতদের দ্রুত গ্ৰেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম। আমরা হাইকোর্ট মোড়ের দিকে যেতেই পুলিশ বাধা দেয়। আমরা ব্যারিকেড পার করে সামনে এগোতে চাইলে পুলিশ আমাদের উপর প্রথমে জলকামান নিক্ষেপ করে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্ৰেনেড নিক্ষেপ করে। তিনি আরও জানান, পুলিশ আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়ে ছিল। তাদের এই হামলায় ৭-৮ জন আহত হয়। এদের মধ্যে একজন সাধারণ পথচারী ছিল।

প্রত্যক্ষদর্শী ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্বদ্যালয় শাখার আহবায়ক আরমানুল হক বলেন, পুলিশ কোনোভাবেই আন্দোলনকারীদের উপর এভাবে জলকামান, লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করতে পারে না। হামলাকারীদের গ্রেফতার করার পরিবর্তে তারা আন্দোলনকারীদের হামলা করছে। তারা গতকাল কোথায় ছিল? গতকাল কেন শিক্ষার্থীদের রক্ষা করেনি?

বিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ

বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ৬টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টন, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x