অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে : তারেক রহমান

অনুপ্রবেশকারীদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে তিনি বলেছেন, সবাইকে সতর্ক থাকতে ও সচেতন থাকতে হবে যেন অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারেন। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সবার এক জায়গায় থাকতে হবে, নির্দিষ্ট সময় পর পর আইন ও সংবিধান মেনে ভোট হতে হবে, নির্বাচন দিতে হবে। ভোটই একমাত্র জবাবদিহি তৈরি করতে পারে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নিজের এলাকায় গাড়িবহরের সামনে কিছু মানুষকে দেখে অবাক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর থেকে এমন মানুষ ভিড় করা শুরু করেছেন। তিনি বলেন, গত ১৭ বছরের আওয়ামী লীগের নির্যাতন-অত্যাচার, ত্যাগ ভুলে না গিয়ে প্রত্যেকের নিজেদের মধ্যে জিজ্ঞাসা আসা উচিত… অপরিচিত মানুষগুলোকে কেন বিএনপির কাছে আসতে দেব? নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেন অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারেন। মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু অনুপ্রবেশকারী নয়।

কাউকে সুবিধা দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর নির্যাতন সহ্য করেনি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিনীত ও করজোড়ে নেতাকর্মীদের অনুরোধ করেন, মোটরসাইকেল ওয়ালা অনুপ্রবেশকারীদের দলে ভেড়াবেন না। ভিড় করতে দেবেন না, বিভ্রান্ত হবেন না, কোনো বিভ্রান্তমূলক কাজ করবেন না। তাদের দলে ভেড়ালে দলীয় নেতাকর্মীদের জন্য ভালো হবে না। অন্য কেউ যদি সরকার গঠন করে, তাহলে রাজনৈতিক কর্মী হিসেবে মনোযোগ থাকা উচিত, সেটি দলের জন্য ভালো হবে না। মানুষের পাশে দাঁড়ান, তাদের মত করে নিজেদের তৈরি করতে হবে। তিনি বলেন, উদাহরণ আছে, জনগণ যখন ক্ষিপ্ত হয় তখন স্বৈরাচারদের পালাতে বাধ্য করে। ৫ তারিখ তার উদাহরণ। তাই জনগণের সমর্থন নেওয়ার চেষ্টা করছে বিএনপি। দিন শেষে জনগণের কাছেই ফিরতে হবে। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিছুই করার থাকবে না।

তারেক রহমান বলেন, কিছু ছোট-বড় রাজনৈতিক দল ও শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে, কথা বলার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সামনের নির্বাচন খুব সহজ হবে না। জনগণই বিএনপির শক্তি। এই জনগণই ৫ তারিখে দেখিয়ে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন। তাই জনগণ যদি দেখিয়ে দেয় তখন পস্তাতে হবে, হায়-হাপিত্যেশ করতে হবে। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ করা যাবে না।

জাবিতে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

টাঙ্গাইল সখীপুর উপজেলার ৩নং ওয়ার্ডের মিলপাড় এলাকায় জন্মের পর থেকেই একসঙ্গে বেড়ে ওঠেছেন জমজ বোন। শিক্ষক দম্পতি বাবা মো. আল-আমীন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x