সাভার ও আশুলিয়ায় অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সরকারের বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের আইনের আওতায় আনতেই মূলত সাভার এলাকায় কর্মরত তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের কাছে জোর দাবি জানান এলাকাবাসী।
সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়নের স্থায়ী কয়েকজন বাসিন্দারা অভিযোগ করে বলেন,আমাদের বিরুলিয়া ইউনিয়নে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ রয়েছে,তার মধ্যে উল্লেখযোগ্য এলাকা সমূহ আক্ররাইন,ছোট কালিয়াকৈর, বউবাজার, খাদান,কুমকুমারি,সামাইর,কাবব, মসজিদ মার্কেট কাকাব ঋষিপাড়া বিশেষ করে আক্রান বাজার ও এর আশপাশে হোটেল রেস্তোরাঁ বিভিন্ন বাসা বাড়িতে বছরের পর বছর দেদারসে চলছে অবৈধ গ্যাস।
বিভিন্ন সময়ে সাভার আশুলিয়ার বিভিন্ন জায়গায় তিতাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাসের অভিযান পরিচালনা করলেও আজ পর্যন্ত বিরুলিয়া ইউনিয়নের কোথাও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় নাই বলে অভিযোগ করেন একাধিক স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা আরো বলেন, আকরান বাজারের হোটেল গুলোতে মার্কেট মালিকেরাই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রতি মাসে মাসে টাকা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় বছরের পর বছর হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হওয়ার অভিযোগ রয়েছে। অথচ গ্যাস সংকটে বাসাবাড়িতে বৈধ গ্যাস মিলছে না। বিদ্যুৎকেন্দ্রও বন্ধ রাখতে হচ্ছে। সংযোগের অবৈধ ব্যবহারের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে, এ সমস্ত দুর্নীতির ও অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি এলাকাবাসীর।