ভাঙ্গা-গড়ায় বৈচিত্র্যে ঘেরা মানুষের জীবন

 ভাঙ্গা-গড়া’য় বৈচিত্র্যে ঘেরা মানুষের জীবন। এ ভাঙ্গা-গড়ার মধ্যই বেচে থাকা জীবনের বিভিন্ন অধ্যায় পাড় করতে হয় আমাদের। কারো জীবনে সাময়িক রংধনুর সাত রঙের মায়া, একই সময় কারো কারো জীবনে অদ্ভুত শূন্যতা ও বিষন্নতা বেদনায় নিমজ্জিত ছোঁয়া। কিছু স্বপ্ন বাধাহীন গন্তব্যে যেতে চায়, কিছু কষ্ট নীরবে হৃদয়ে ঠাঁই নেয়।

প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসায় চলে ভাঙ্গা-গড়ার খেলা। কলহের কারণে সংসারে দেখতে হয় ভাঙ্গা-গড়ার দৃশ্য। নদী ভাঙ্গে তার নিজস্ব পাড়, স্রোতের তোড়ে ভেঙ্গে যায় পাহাড় পর্বত মালা। সেলিব্রেটিদের মধ্য ভাঙ্গা- গড়ার প্রবণতা বেশি, যেটা সুনামির আকার ধারণ করে। স্বার্থের জন্য দলগুলো ভেঙে গড়ে তোলে নতুন দল। এভাবে আমাদের দেখতে হয় ভাঙ্গা গড়ার নীলা খেলা।

এ ভাঙ্গা-গড়ার মধ্যে আমাদের তথা মনুষ্য জাতিকে বেঁচে থাকতে হয়। কিছুই করার নেই চেয়ে চেয়ে দেখা ছাড়া। মনে স্মরণ করতে হয় সৈয়দ আব্দুল হাদী গাওয়া গানের কথা ‘আমি দেখেছি নদীর অনেক ভাঙ্গা গড়ার খেলা নিজের জীবনের এলো ভাঙ্গনের বেলা’। অথবা সাদ্দাম হোসেন সাগর এর লেখা কবিতা ‘আর কতকাল দেখবো আমি এই ভাঙা-গড়ার খেলা, ভাঙা-গড়া দেখতে দেখতে কেটে যায় মোর বেলা’৷ তবে জেনে রাখা ভাল, যে সমস্ত লোক দুনিয়া পরিচালনার ক্ষমতা লাভ করতে চায় তাদের ভেতর থেকে কেবল তারাই আল্লাহর দৃষ্টিতে যোগ্যতা সম্পন্ন হয়, যারা এ দুনিয়াকে গড়বার যোগ্যতা অন্য সবার চেয়ে বেশি রাখে। এরূপ যোগ্যতা সম্পন্ন লোকদেরকেই তিনি দুনিয়া পরিচালনার দায়িত্ব অর্পণ করে থাকেন। যদিও তাদের কিছু দোষ-ত্রুটি থাকে। কিন্তু যখন তারা গড়ে কম এবং ভাঙ্গে বেশি তখন আল্লাহ তাদেরকে ক্ষমতাচ্যুত করে অন্য লোকদেরকে ঐ একই শর্তে ক্ষমতা দিয়ে থাকেন।

বিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ

বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ৬টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টন, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x