মো.মাইনুল ইসলাম সাভারঃ
ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন সারা বিশ্বের কাছে “গোলাপ গ্রাম হিসেবে খ্যাত”এখানে প্রচুর পরিমাণে গোলাপ চাষ হয়ে থাকেন। ওই হিসেবে বিরুলিয়া ইউনিয়ন গোলাপ গ্রাম নামেই সারা বিশ্বের কাছে সুপরিচিত। এই গ্রামে গোলাপ ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল চাষ করে থাকেন ফুল চাষিরা। তাদের মধ্যে এখন বিদেশি ফুল হিসেবে জারবেলা ফুল উল্লেখযোগ্য এই ফুল দেখতেও খুব সুন্দর দামও অনেকটা বেশি তাই এ সমস্ত ফুল চাষ করার জন্য কৃষকরা আগ্রহ প্রকাশ করেন।
বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি’র ফুল চাষী শামসুদ্দিন হক জানান,আমরা দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল চাষ করে থাকি,তবে বিদেশি ফুল চাষ করতে ব্যয়বহুল খরচ করতে হয়। লোকবলও বেশি লাগে,প্রতিদিন বাগানে পরিচর্যা করতে হয়,নিয়মিত পরিচর্যা করলে এই ‘জারবেরা’ ফুল তাড়াতাড়ি বেড়ে ওঠেন।
তিনি আরো বলেন,এই”জারবেরা”ফুলের ব্যয়বহুল খরচ করতে হয়,তেমনি করে লাভজনক ফল পাওয়া যায়। এটা মাঘ মাস চলে এই মাসে এ ফুলের চাহিদাটা নিতান্তই কম,এসময় ৪ থেকে ৫ টাকা পর্যন্ত এক পিস ফুল বিক্রি হয়। সবচেয়ে বেশি চলে চাহিদা থাকে চৈত্র ফাগুন মাস ও বিভিন্ন সরকারি দিবস উৎসব এবং অনেকে বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করে থাকেন। তখন আমরা দাম অনেকটা বেশি পেয়ে থাকি,১০ থেকে ১৫-২০ টাকা পর্যন্ত।
এই ফুলের চাহিদা সারা বছরই কম বেশি থাকে,এই ভিনদেশী প্রজাতির ফুল রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এসে বাগান থেকেই কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে যায়।
কৃষক শামসুদ্দিন হক ছাড়াও অন্যান্য কৃষকরা একই কথা বলেন। তারা বলেন,সরকারিভাবে আমরা ফুল চাষিরা যদি সহযোগিতা পেতাম তবে এই ভিনদেশী ফুল চাষ প্রসারিত করতে উৎসাহিত করতো। তারপরও আমরা নিজেদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।