রাজিবপুরে প্রশাসনের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উপজেলা প্রশাসনের সহায়তায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধায় রাজিবপুর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দুঃস্থ, বিধবা মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে রাজিবপুর উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের দুয়ারে দুয়ারে গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় দুঃস্থ বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বাদ পরা অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীরা যারা পরিষদ চত্বরে আসতে পারেনি তাদের বাড়িতে গিয়ে গিয়ে কম্বল বিতরণ করা হয়।

টাঙ্গাইলিয়া পাড়ার চায়না বেগম জানান, শীতে খুব কষ্ট পাইতাম শুনেছি ইউনিয়ন পরিষদ থেকে নাকি কম্বল দেয় সবাই পাইছে আমি পাইনাই তাই শুনে তারা লোক পাঠিয়েছে কম্বল দিতে শুনে খুব খুশি হইছি এখন কম্বল পাইলাম আর শীতে কষ্ট করা লাগবো না। চায়না বেগমের মত বদরপুরের নুরজাহান, সোহাগী, আজগর দেওয়ানী পাড়ার রহিমা, আন্নাবি, করাতি পাড়ার কুলছুম, মদনের চরের মোয়মনা, বিলকিস শিবেরডাঙ্গীর কমেলাসহ আরও অনেকেই একই কথা বলেন।

রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) রাজিবপুর উপজেলা প্রশাসনের সহায়তায় প্রাথমিকভাবে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় বাদ পরা অসহায় দুঃস্থ প্রতিবন্ধী মানুষ যারা পরিষদ চত্বরে আসতে পারেনি তাদের মাঝে কম্বল বিতরণ করে আসলাম। পর্যায়ক্রমে রাজিবপুর ইউনিয়নের সব অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে। আমাদের কার্যক্রম চলমান কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ।

বিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ

বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ৬টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টন, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x