কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উপজেলা প্রশাসনের সহায়তায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধায় রাজিবপুর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দুঃস্থ, বিধবা মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে রাজিবপুর উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের দুয়ারে দুয়ারে গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় দুঃস্থ বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বাদ পরা অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীরা যারা পরিষদ চত্বরে আসতে পারেনি তাদের বাড়িতে গিয়ে গিয়ে কম্বল বিতরণ করা হয়।
টাঙ্গাইলিয়া পাড়ার চায়না বেগম জানান, শীতে খুব কষ্ট পাইতাম শুনেছি ইউনিয়ন পরিষদ থেকে নাকি কম্বল দেয় সবাই পাইছে আমি পাইনাই তাই শুনে তারা লোক পাঠিয়েছে কম্বল দিতে শুনে খুব খুশি হইছি এখন কম্বল পাইলাম আর শীতে কষ্ট করা লাগবো না। চায়না বেগমের মত বদরপুরের নুরজাহান, সোহাগী, আজগর দেওয়ানী পাড়ার রহিমা, আন্নাবি, করাতি পাড়ার কুলছুম, মদনের চরের মোয়মনা, বিলকিস শিবেরডাঙ্গীর কমেলাসহ আরও অনেকেই একই কথা বলেন।
রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) রাজিবপুর উপজেলা প্রশাসনের সহায়তায় প্রাথমিকভাবে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় বাদ পরা অসহায় দুঃস্থ প্রতিবন্ধী মানুষ যারা পরিষদ চত্বরে আসতে পারেনি তাদের মাঝে কম্বল বিতরণ করে আসলাম। পর্যায়ক্রমে রাজিবপুর ইউনিয়নের সব অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে। আমাদের কার্যক্রম চলমান কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ।