“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎস ২০২৫ উপলক্ষ্যে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছ।
আজ (২৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে প্রতিযোগিতাগুলো আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এরপর বেলা ১২:০০ টায় উপজেলা পরিষদ হলরুমে “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র উপজেলার সহকারী প্রোগ্রামার মো. ইসমাইল হুসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. গোলাম কিবরিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জনাব ডা: প্রান্ত সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।