জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো রিংসাইন টেক্সটাইলস লিমিটেডের পিকনিক।
আনন্দঘন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে একটি সফল পিকনিকের আয়োজন সম্পন্ন করেছেন ঢাকার সাভার নতুন ইপিজেড শেয়ার বাজার তালিকাভুক্ত রিংসাইন টেক্সটাইলস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনের নির্বাহী পরিচালক মোঃ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইন্ডাসট্রিয়াল পুলিশ সুপার (আশুলিয়া ) মোঃ মমিনুল ইসলাম ভূইঁয়া, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান রূপকার হিসাবে উপস্থিত ছিলেন, রিং সাইন টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) অনিরুদ্ধ পিয়াল। এবং রিং সাইন টেক্সটাইলস লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুং ওয়েন লি (এনজেলা )।
পিকনিক আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন, মার্কেটিং ডিরেক্টর মোঃ ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মেহেদি আল আমিন, ডিজিএম (HR) উজ্জ্বল রায়।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মশিউর রহমান,মাসুদ পারভেজ, দেলোয়ার হোসেন বাদশা, মানিক লাল দাস, , জিয়াবুল ইসলাম, মাহাবুব রহমান, সাইদুর রহমান রতন, এহ্তেশামুল হক হান্নান, মনোয়ার হোসেনসহ এক ঝাঁক উদ্যোমি তরুণ অফিসারদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় পিকনিকে সহযোগিতা করেছেন।
শনিবার সকাল দশটা থেকে রিংসাইনের সকল কর্মচারীদের আনন্দমুখর হয়ে উঠে এদিন। যোহর নামাজ আদায়ের পর উপস্থিত সবাই একত্রে মধ্যাহ্নভোজ শেষ করেন। মধ্যাহ্নভোজ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় বিভিন্ন ধরনের আনন্দদায়ক প্রতিযোগিতামূলক বিভিন্ন গান নাটক, নৃত্য।
পিকনিকে সবচেয়ে আকর্ষণীয় ছিল মামুনর রশীদ রাঙ্গা পরিচালিত নাটক ” বিবাহ ” ও রিং সাইন টেক্সটাইলস লিমিটেড এর অফিসারদের অভিনয়ে নাটক, ব্যাংকার ।
সর্বশেষ রাফেল ড্র এর পুরস্কার তুলে দিয়ে পিকনিক শেষ হয়।
আনন্দমুখর একটি পিকনিক আয়োজন সম্পর্কে জানতে চাইলে পিকনিক কমিটির আহ্বায়ক ফারুক হোসেন দৈনিক আমাদের খবরের প্রতিবেদককে বলেন, আমাদের এমডি স্যার শ্রমিকদের কথা দিয়ে ছিলেন এবার আমরা সবাইকে নিয়ে পিকনিক করবো, এমডি স্যার কথা রেখেছেন। রিংসাইনে অনেকবার পিকনিক হয়েছে এবারের মত এতো আনন্দ এর আগে হয়নি, সারাদিন আনন্দমুখর একটি সময় পার করেছি। সবাই খুব আনন্দ করেছেন এবং বেশ উপভোগ করেছে।