উত্তর অঞ্চলের সীমান্ত সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকাও নদী বিরোধ চর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগি পালন প্যাকেজের বন্দেবের রৌমারী ও যাদুর চর ইউনিয়নের ২০০ শত জন খামারির মাঝে ১৩ টি করে মুরগি ও দুইটি করে মোরগ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উক্ত প্রকল্পের পরিচালক ডাঃ নন্দ দুলাল টিকাদার, আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান পাইকের, উপজেলা রৌমারী কুড়িগ্রাম। সহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ডাঃ নন্দ দুলাল টিকাদার বক্তব্য রাখেন, আমরা শুধু চল অঞ্চলে ও অসহায় গরিব দুঃখীর মানুষের পাশে থেকে এই বিতরণ গুলো করে থাকি। যাতে করে এই মুরগি পালনের পর ডিম থেকে বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকলে তখন বাজারেও বিক্রি করতে পারবে। তখন কিন্তু ওই ভুক্তভোগী সংসার সুন্দরভাবে চলবে বলে আমরা আশা রাখি।
সুবিধা বঞ্চিত ভুক্তভোগীরা বলেন, আমরা প্রাণিসম্পদকে অভিনন্দন জানাই আমাদের অসহায় সংসারের মধ্যে ১৫ টি মোরগ মুরগি দিয়ে উপকরণ করার জন্য যাতে করে আমরা এই মুরগি পালন করে আমাদের খামার বড় করতে পারি, এই খামার দিয়ে যাতে করে আমাদের সংসার চলে ওইভাবে আমাদের মুরগি পালন করতে হবে, ভবিষ্যতে এই খামার থেকে আরও অন্য চিন্তাভাবনা করে বড় ধরনের কিছু করতে পারি ,তাই আমরা আজ আনন্দিত অত্যন্ত খুশি।