সাভারে মরা মুরগি বিক্রির দায়ে জরিমানা ও এক মাসের কারাদণ্ড

ঢাকার সাভার পৌর এলাকার গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ম্যানেজার বাবুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এসময় ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা করেন। আজ ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টার দিকে সাভারের গেন্ডা এলাকার আমির এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

এসময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০ পিছ মরা জব্দ করা হয়। কারাদন্ড হওয়া ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন (৩২), তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০ টি মরা মুরগী জব্দ করা হয়।

এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে য়ায়, পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় সাভার মডেল থানা পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিলেন যুবদল নেতা

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির উঠানের লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ সিকদার নামের এক যুবদল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x