জাবিতে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

টাঙ্গাইল সখীপুর উপজেলার ৩নং ওয়ার্ডের মিলপাড় এলাকায় জন্মের পর থেকেই একসঙ্গে বেড়ে ওঠেছেন জমজ বোন। শিক্ষক দম্পতি বাবা মো. আল-আমীন ও আফিয়া আক্তারের ঘর আলো করে ২০০৬ খ্রিষ্টাব্দের জন্ম নেয় তারা। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন একই প্রতিষ্ঠানে। প্রাথ‌মিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ-৫। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ‌র্তি পরীক্ষায় দেখিয়েছেন সাফল্য। এ বছর জাবি ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে প্রথম হয়েছে আফসানা ও ‘এ’ ইউনিটে ৭৬তম হয়েছে শাহানা।

এর আগে, স্কুল জীবনে দুই বোনই সখীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন। দুই বোনের জন্মসময় ও চেহারার মিল থাকার পর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ফলাফলেও এত মিল থাকাটা তাদের দুই বোনকেও অবাক করে বলে জানায় তারা।

সামিয়া জাহান আফসানা বলেন, আমরা ছোটবেলা থেকেই প্রায় একই রকমভাবে বড় হয়েছি। আমাদের দুজনেরই স্বপ্ন চিকিৎসক হওয়া। এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমরা ওয়েটিং আছি দেখা যাক কি হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তাদের বাবা বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যাপক আল আমীন মিয়া বলেন, সন্তানের সাফল্য সবসময় বাবাকে আনন্দে উদ্বেলিত করে।

আমার যমজ দুই মেয়ে স্কুল, কলেজের পর এবার একই বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে। এতে আমি ভীষণ খুশি হয়েছি। তবে তাদের স্বপ্ন চিকিৎসক হওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা ওয়েটিংয়ে আছে। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।

ময়মনসিংহের শম্ভুগঞ্জের নামকরণ ও বাজারের গোড়াপত্তনের ইতিহাস

অতীতকে স্মরণ করা বা জানা মানুষের এক সহজাত প্রবৃত্তি। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। শত বছর আগের অনেক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x