অনলাইনে নতুন এক প্রতারক চক্র দেখা মিলেছে। তারা টেলিগ্রামের মাধ্যমে প্রতারণা করে থাকে। বিভিন্ন মাধ্যমে তারা মানুষের ফোন নাম্বার সংগ্রহ করে এবং টেলিগ্রামের মেসেজ পাঠায়, “স্যার আপনি কি পার্ট টাইম জব করতে চান ”
আপনি যখনই তাদের কথায় রাজি হবেন তারা আপনাকে একটি একাউন্ট করে দিবে এবং বলবে আজ গুলো পূরণ করুন। তাদের কাজগুলো হলো কিছু অপশন পূরণ করা। শুরুতে আপনাকে কিছু ডেমো টাকা দিবে, যা তাদের নিজস্ব সফটওয়্যার ভিতরে থাকবে, এবং কিছু টাস্ক পূরণ করার বিনিময়ে আপনাকে কিছু অর্থ প্রদান করবে। ৫০০ থেকে ৬০০ টাকা আপনার বিকাশে তারা পেমেন্ট করে দিবে। এবং প্রতারণা এখান থেকে শুরু। পরবর্তীতে তারা তাদের একটি নির্দিষ্ট গ্রুপে আপনাকে জয়েন করাবে এবং সেখানে বলবে যে আপনার মত আরো অনেকে কাজ করবে এবং তাদের সাথে কথা বলতে। সেই গ্রুপে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। এবং গ্রুপের প্রায় সকলেই এই চক্রের সাথে জড়িত,। তারা নিজেরা নিজেরা আলাপ করবে কিভাবে কাজ করতে হয় সমস্যা সমাধান করতে হয়। এবং পরবর্তী দিন কাজ করতে গেলে তারা বলবে কাজ করতে হলে আপনাকে ডিপোজিট দিয়ে কাজ করতে হবে।
আর এই ডিপোজিট হল ১০ হাজার টাকা, ।
অর্থাৎ শুরুতে তারা অল্প কিছু কাজ করিয়ে আপনাকে অল্প কিছু টাকা ধরাবে এবং এটা বোঝাবে যে তারা অরিজিনাল একটি কোম্পানি। এবং সাধারণ মানুষ এই বিশ্বাস পেয়ে অনেকের ডিপোজিট করে ফেলে। যা পরবর্তীতে তারা আর সেই টাকাটি পায় না। এবং এই কাজটি সম্পূর্ণ টেলিগ্রামের মাধ্যমে হয়ে থাকে।
আপনি যখন তাদের কথামতো টাকা ডিপোজিট করবেন না বা তাদের ফাঁদে পা দিবেন না তখন তাদের আসল রূপ সামনে আসে, এই চক্র তারপর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনাকে মেসেজ দিবে এবং ধমকি ধামকি দিবে। আপনি যখন তাদের প্রতারণা ধরবেন তখন তারা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মেসেজ দিয়ে আপনাকে হুমকি দিবে।
তারা কাজের শুরুতে যেহেতু আপনার কাছ থেকে আপনার ইনফরমেশন নিয়ে নিবে, সেহেতু তারা আরো সহজে আপনাকে ঘায়েল করতে পারবে। শুধু তাই নয় তাদের ব্যবহৃত অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ ফেক। ফেসবুকে বিভিন্ন পাবলিক পোস্ট থেকে মানুষের একাউন্টের প্রোফাইল পিকচার ইনফরমেশন ব্যবহার করে টেলিগ্রাম একাউন্ট করে থাকে এবং সেই অ্যাকাউন্ট এর মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে। ফলে আপনি যদি তাদের কাছে টাকা দিয়ে প্রতারণা হন থানায় মামলা করলেও তেমন ফল পাওয়া যায় না, কারণ তাদের ব্যবহৃত প্রোফাইল পিকচার ও ইনফরমেশন সম্পূর্ণ সাজানো ফেক।
এমনকি কথা কাটাকাটি হলে আপনাকে দেখে নেবে, আপনার সমস্ত ইনফরমেশন তাদের কাছে আছে, এইভাবে অনেক কিছু বলে হুমকি দিয়ে থাকে।
মূলত তারা বড় বড় কোম্পানির ডোমেইন এর মত কাছাকাছি ডোমেন তৈরি করে থাকে এবং সেই কোম্পানির লোগো ইনফরমেশন ব্যবহার করে প্রতারণা করে এবং তারা নিজেদের সেই কোম্পানির বলে চালিয়ে দেয়। প্রতারণা শেষে তারা সেই ওয়েবসাইট বন্ধ করে দেয়।
প্রায়শই টেলিগ্রামে মানুষের কাছে বিভিন্ন মেসেজ আসে, যে স্যার আপনি কি পার্ট টাইম ইনকাম করতে চান?
অনেক মানুষ এতে সম্মতি জানায় এবং কাজও করে কিছু মানুষ টাকা পেলেও তারা পরবর্তীতে আর ডিপোজিট করে না, অপরদিকে যারা ডিপোজিট করে তাদের টাকা হাতে নিয়ে চলে যায়, । অর্থাৎ এক থেকে দুই হাজার টাকা মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। টেলিগ্রাম তাদের একমাত্র নিরাপদ জায়গা। কারণ টেলিগ্রামের মাধ্যমে তারা খুব সহজে প্রতারণা করতে পারে এবং ফেক ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারে, ফলে পুলিশ বা আইন সংস্থার লোকদের তাদের খুঁজে বের করতে হিমশিম খেতে হয়,।
তাই সকলের কাছে আহ্বান জানাচ্ছি
এই ধরনের প্রতারক থেকে সাবধান। যারা অল্প কিছু টাস্কের মাধ্যমে টাকা দিয়ে দেওয়ার আশ্বাস দেয় এবং পরবর্তীতে ডিপোজিট করতে বলে, নিঃসন্দেহে এই ধরনের কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো প্রতারণা চক্রের আওতায় থাকে।