আশুলিয়ায় নিজ বাড়িতে ডাকাতের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ নাট‍্য অভিনেতা আজিজুর রহমান

নতুন প্রজন্মের অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি ভোরে আশুলিয়ায় আজাদের নিজ বাড়িতে ডাকাতের হামলা হয়। এসময় তাদের সঙ্গে ধ্বস্তাধস্তির জেরে অভিনেতা আজাদকে উদ্দেশ্য করে গুলি করা হয়। তার পায়ে তিনটি গুলি লেগেছে। এ খবর নিশ্চিত করেছেন আজাদের ভগ্নিপতি নাটক ও সিনেমার জনপ্রিয় নির্মাতা তপু খান। তিনি বলেন, ভোরে আজাদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

তপু খান বলেন, বর্তমানে আজাদ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন। তার এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি। জ্ঞান আছে। চিকিৎসকরা বলছেন, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিড়ে বের হয়ে গেছে। রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজাদের স্ত্রীও মাথায় আঘাত পেয়েছে। তার মা পায়ে আঘাত পেয়েছে।

আশুলিয়া থানায় প্রাথমিকভাবে জিডি করা হয়েছে। আজাদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তপু। তপু খান জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে জানতে পেরেছেন দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর হয়। টের পাওয়ার পর চিৎকার করলে তারা গুলি করে পালিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ‘দুই দুর্বৃত্ত রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তার স্ত্রীকেও আঘাত করে আহত করেছে। তারা দুজনেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই বাসার কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত করে পরে এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।

‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ তাকে দেখা গেছে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে। কাজ করেছেন ‘লিডার’ সিনেমাতেও।

আশুলিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তর এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেদী হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর এর উদ্যেগে ১৮ই রমজান ১৪৪৬ হিজরী, ১৯শে মার্চ ২০২৫ইং বুধবার আশুলিয়া বাইপাইল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x