কুড়িগ্রামের রৌমারীর শত শত বসত বাড়ি নদী গর্ভেবিলীন ভাঙ্গন রোদে মানববন্ধন

ভাঙ্গন রোদের দাবিতে ২৮ ফেব্রয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে সুখের বাতী ধুধু বালু চরে ভাঙ্গন এলাকার হাজারো মানুষ তীব্র ক্ষোপে মানববন্ধনে অংশগ্রহন করেন। রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশেহারা ভাঙ্গন কবলিত এলাকার হাজার হাজার মানুষ। অসময়ে নদী ভাঙ্গনের ফলে নদী কুলীয় মানুষ গুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। রৌমারী উপজেলাধীন ৬ নং চর-শৌলমারী ইউনিয়ন এর সুখের বাতি ও ঘুঘুমারী গ্রাম ব্র্ম্মপুত্র নদের কড়াল গ্রাসে লন্ডভন্ড হয়ে গেছে তাদের বসতবাড়ী। দীর্ঘদিন ধরে ব্রম্মপুত্র নদে ড্রেজিং না করায় ব্রম্মপুত্র নদে নাব্যতা সংকট দেখা দিয়েছ। যার ফলে উজান থেকে নেমে আসা পানির ¯্রােত তিব্র আকার ধারণ করে। পানির প্রচন্ড চাপে ঘুঘুমারী ও সুখের বাতি গ্রামটির মাঝদিয়ে নদীটি প্রবল বেগে আঘাত হানছে শুস্ক মৌসুমেই। যারফলে শুরু হয় প্রচন্ড নদী ভাঙ্গন। এমন ভাঙ্গনের ফলে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় দুই কিলোমিটার এলাকার বসতবাড়ীসহ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমি।

নদী ভাঙ্গনের শিকার হয়ে ঘরবাড়ি হারানো শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করলেও খবর নিচ্ছেনা কেউ। কেউ কেউ নিজ এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন শহরের অলিগলিতে ঝুপড়ি ঘরে অতিকষ্টে দিনাতিপাত করছেন। এযেন দেখার কেউ নেই। বর্ষা মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে রৌমারী উপজেলার ঘুঘুমারী, সুখের বাতি, ইটালুকান্দা, সাহেবের আলগা, চর গেন্দার আলগা, খেওয়ারচর, খেদাইমারী, পশ্চিম বাগুয়ারচর,বাইস পাড়া, বলদমারা, পশ্চিম পাখিউড়া, ফলুয়ার চর, পালেরচর, ধনারচর, দিগলাপাড়া, তিনতলী , বাগুয়ারচর, বাইটকামারী, উত্তর খেদাইমারী, দক্ষিণ খেদাইমারী, উত্তর পাখিউড়া, পশ্চিম খনজনমারাসহ ২৫টি গ্রাম ভাঙ্গনের মুখে পড়েছে।

 

নদী ভাঙ্গনের হাত থেকে বেচে থাকার লক্ষে ভাঙ্গন কবলিত এলাকার হাজার হাজার মানুষ ভাঙ্গন রোদে মানববন্ধন করেন। সরেজমিনে দেখা গেছে নদী ভাঙ্গনে সর্বশান্ত পরিবারের আহাজারী কেউ শুনে না। অসময়ের ভাঙ্গনে সুখের বাতী –আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানটি নদী গর্ভে বিলিন হয়েছে অসময়ের ভাঙ্গনে। নদীর তীরঘেষা অসহায় মানুষ গুলো ভিটামাটি হারিয়ে সড়কের এক কোনে অন্যের বাসঝারে ছাপড়া ঘরে, কেউবা রয়েছে খোলা আকাশের নীচে।

এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে অংশ নেন কুড়িগ্রাম চর মন্ত্রনালয় চাই এর জেলা কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বেবু সাংবাদিক,সদস্য সচিব আশাফুল হক রুবেল সাংবাদিক,রৌমারী উপজেলা চর মন্ত্রনালয় চাই কমিটির আহবায়ক ইমান আলী ইমান,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা সাংবাদিক, রৌমারী উপজেলা যুবদল সভাপতি মনজুরুল ইসলাম মনজু , মহিলা দলেন উপজেলা সভাপতি শিল্পি, মাজহারুল ইসলাম সাংবাদিক বাংলা টিভিসহ আরও অনেকেই। এসময় কবÍারা বক্তব্যে তীব্র ক্ষোপ প্রকাশ করে বলেন আমাদের দাবী নদী ভাঙ্গনের হাত থেকে চরাঞ্চলের অসহায় মানুষদের রক্ষা করতে হবে। দ্বিতীয় দাবী হচ্ছে চর মন্ত্রনালয় চাই দিতে হবে। অন্যদিকে সর্বহারা সর্বশান্তরা মানববন্ধনে এসে বক্তব্য দেয়ার সময় অঝুরে কান্নায় ভেঙ্গে পরতে দেখা যায়। তাদের দাবী একটাই নদী শাসন করে আমাদের বেচে থাকার সুযোগ করে দেবেন এমন দাবী ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের।

আশুলিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তর এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেদী হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর এর উদ্যেগে ১৮ই রমজান ১৪৪৬ হিজরী, ১৯শে মার্চ ২০২৫ইং বুধবার আশুলিয়া বাইপাইল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x