বিএনপি অফিসের পিয়ন পরিচয় দিয়ে ওসির সঙ্গে অসদাচরণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী পরিচয় দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠেছে জনৈক সুমন নামে এক যুবকের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে থানার ভেতরে সুমনের সঙ্গে উপস্থিত অন্যদের বাকবিতণ্ডার ঘটনা ছড়িয়ে পড়লে; দ্রুত তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলুকে ফোন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রুহুল কবির রিজভীর নজরে আসে বিষয়টি। তাৎক্ষণিক তিনি বিএনপির দফতরে খোঁজ নিয়ে জানতে পারেন সুমন নামের ব্যক্তিটি ভুয়া পরিচয়ে থানায় গিয়ে বিএনপির নাম নিয়ে এমন অপকর্ম করেছেন। সঙ্গে সঙ্গে রিজভী আশুলিয়া থানার ওসিকে ফোন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ভুয়া পরিচয়ে পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করার জন্য আইনী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল সোমবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ মনিরুল হক ডাবলু। তার যোগদানের খবরে পুরো সাভার অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ আসে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ (লিয়াকত-বাবু কমিটি) করতেন। আবার কেউ বলছেন, ছাত্রদল করতেন। এ নিয়ে তার সম্পৃক্ততায় সামাজিক যোগাযোগমাধ‍্যমে কিছু প্রত‍্যয়নপত্রও দেখা যায়। জানা গেছে, বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া সুমন ২০১৮ সালে নির্বাচনের আগে গঠন হওয়া ঐক্যফ্রন্টের দফতরে পিয়ন হিসেবে কাজ করতেন। ঐক্যফ্রন্টের ব্যানারে ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে নির্বাচন করেছিল বিএনপি।

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিলেন যুবদল নেতা

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির উঠানের লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ সিকদার নামের এক যুবদল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x