গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোলার সিরামিক কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কেওয়া (নতুন বাজার) এলাকায় সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটে সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনরত শ্রমিকরা জানান, চলতি মাসের এক তারিখে কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণার নোটিশ টানিয়ে কারখানা বন্ধ করে দেয়। ফেব্রুয়ারি মাসের বেতন গত রবিবার পরিশোধের কথা ছিল। সকালে শ্রমিকেরা বকেয়া নিতে এসে কারখানা গেটে পূর্বের টানিয়ে দেওয়া নোটিশ দেখতে পাননি। নতুন টানানো নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করে বকেয়া বেতন আগামী এপ্রিল মাসের ৫ তারিখ পরিশোধ করা হবে।

তারা আরো জানান, আমরা একেকজন শ্রমিক ৫ বছর, কেউ কেউ ৭ বছর এবং কেউ কেউ ১০ বছরেরও বেশি সময় এ কারখানায় চাকরি করছি। আমাদের অনেক শ্রমিকের সার্ভিস বেনিফিটের টাকা পাওনা রয়েছে। ওইসব বকেয়া বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়। পরবর্তীতে বারবার বকেয়া পরিশোধের তারিখ দিয়েও পরিশোধ করছে না। কারখানা মালিক আমাদের সঙ্গে বারবার টাকা পরিশোধের আশ্বাস দিয়ে টালবাহানা করছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৫ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় যান। অন্ত্যেষ্টিক্রিয়ার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x