পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ নিহত ১৬

পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্ত লাগোয়া একটি এলাকায় সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রবিবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তে ২২ থেকে ২৩ মার্চের রাতে গুলি বিনিময় হয়েছে। দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই জঙ্গিদের হত্যা করেছেন। “আমাদের সৈন্যরা কার্যকরভাবে জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন,” বিবৃতিতে বলেছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার গোলাম খান কালায় সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৬ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের আইএসপিআর বলেছে, উত্তর ওয়াজিরিস্তানের গোলাম খান কাল্লে এলাকার সীমান্ত দিয়ে একদল জঙ্গির পাকিস্তানে প্রবেশের চেষ্টা শনাক্ত করে নিরাপত্তা বাহিনী।

“সৈন্যরা ওই দলকে নিবৃত্ত করার জন্য অভিযান শুরু করেন এবং তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময়ে ১৬ খোয়ারিজ (জঙ্গি) নিহত হন।” দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) ‘খোয়ারিজ’ হিসেবে সম্বোধন করে পাকিস্তান সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের সীমানা সুরক্ষিত রাখতে এবং দেশ থেকে সন্ত্রাসবাদের ঝুঁকি নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাবুলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাক আইএসপিআর বলছে, পাকিস্তান সেনাবাহিনী আশা করছে, তালেবান সরকার তার বাধ্যবাধকতা পূরণ করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে জঙ্গিদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না। তবে পাকিস্তানের এই অভিযোগ অতীতে বার বার প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। সূত্র: জিও টিভি, রয়টার্স

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদান

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। গত সোমবার ৮৮ বছর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x