মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে দেশি অস্ত্র নিয়ে অশ্লীল নৃত্য, গ্রেফতার ১৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্র প্রদর্শন করে অশ্লীল নৃত্য করার অপরাধে ডেঞ্জার গ্যাং গ্রুপের ১৫ সদস্য কে গ্রেফতার করেছে প্রশাসন ।

বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল অভিযান চারিয়ে তাদের গ্রেফতার করে। প্রথমে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রিজের নিচ থেকে ১৩ জনকে এবং পরবর্তীতে আরও ২ জনকে নবাবগঞ্জের দৌলতপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পাইপ উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে হাসেম (২৭), মো. শেখ(১৯), সোহাগ মোল্লা,, আরাফাত(১৫),মাহিন(১৬) অন্যতম।

এর আগে ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলার যোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর ও উঠতি বয়সের বখাটেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী সেতুর আশেপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহরা দিচ্ছিলো। উচ্চস্বরে অশালীন গান, উলঙ্গ নৃত্য, আর বেশি অস্ত্রের ঝনঝনানি কিছু উৎসুক জনতা উপভোগ করলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারতোনা। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে আসা যেতো না নদী ও সেতুতে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো অশ্লীলতা মুক্ত ঈদ আনন্দ। দেরিতে হলেও এমন অভিযানে খুশি স্থানীয় লোকজন।

কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা তারা এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়িরইনচার্জ এসআই মশিউর রহমান জানান, এটি মুলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা সেনাবাহিনীকে সহযোগী করেছি। আসামিদের রাত ১টারদিকে মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া জেলায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী।

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকাল ৪ টার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT