কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে হরতকীতলা এলাকায় মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের সহস্রাধিক শ্রমিকরা বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির অর্থ পরিশোধের দাবিতে শুক্রবার (২৩ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার হরতকীতলা এলাকায় অবরোধের প্রস্তুতি নেন।

তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত রাখতে সক্ষম হয় এবং তাদের সঙ্গে আলোচনায় বসে।পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও পুলিশের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ নভেম্বর হঠাৎ করে কারখানাটি মালিক পক্ষ বন্ধ ঘোষণা করে। এরপর গত ২৮ ডিসেম্বর সমস্ত পাওনাদি পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হয়নি।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ একাধিকবার তারিখ পিছিয়ে দিয়ে প্রতারণা করে আসছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকদের সড়ক অবরোধের পরিকল্পনার খবর আগে থেকেই গোপন সূত্রে জানতে পেরে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করি। এতে করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এদিকে কারখানা মালিকপক্ষ মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেলায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী।

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার খুলনা বিভাগীয় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকাল ৪ টার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT