গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫৪ ফিলিস্তিনি

গাজায় গত রাতে ইসরায়েলের দুটি পৃথক বিমান হামলায় অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে গাজা সিটির ফাহমি আল-জারগাওয়ি স্কুলে। সেখানে বেইত লাহিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে আসা বাস্তুচ্যুত শত শত মানুষ আশ্রয় নিয়েছিলেন। খবর বিবিসি।

গাজা সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, স্কুল থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই শিশু।তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা হামাস ও ইসলামিক জিহাদের একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঐ এলাকায় ‘সন্ত্রাসীরা’ ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। হামাস গাজার জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ ইসরায়েলি বাহিনীর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনে বিধ্বস্ত স্কুল ভবনের কিছু অংশ, ঝলসে যাওয়া মরদেহ ও আহত শিশুদের করুণ অবস্থা। স্থানীয় সূত্র বলছে, নিহতদের মধ্যে ছিলেন হামাস পুলিশ বিভাগের তদন্ত প্রধান মোহাম্মদ আল-কাসিহ, তার স্ত্রী ও সন্তানরা। এছাড়া গাজার উত্তরের জাবালিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন আরও ১৯ জন। এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। এই দুই হামলা গাজার উত্তরাঞ্চলে গত সপ্তাহে বেড়ে যাওয়া ইসরায়েলি অভিযানের অংশ। আইডিএফ জানিয়েছে, তারা ৪৮ ঘণ্টায় গাজা জুড়ে ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এদিকে, তীব্র খাদ্য সংকটে পথে পথে ঘুরছে গাজার শিশুরা। এই পরিস্থিতিতে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা পাঠানোর পরিকল্পনায় যুক্ত এক মার্কিন ও ইসরায়েল-সমর্থিত সংস্থার প্রধান পদত্যাগ করেছেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জ্যাক উড বলেন, এই পরিকল্পনা ‘মানবিক সহায়তার নিরপেক্ষতা ও স্বাধীনতার নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

ইসরায়েল গত ২ মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে, যা ১১ সপ্তাহ স্থায়ী হয়। আন্তর্জাতিক চাপ ও দুর্ভিক্ষের হুমকির মুখে সামান্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। ইসরায়েলি সামরিক সংস্থা কোগত জানায়, গত সোমবার থেকে শনিবার সকাল পর্যন্ত ৩৮৮টি সাহায্যবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘের মতে, প্রতিদিন অন্তত ৫০০ থেকে ৬০০ ট্রাক প্রবেশ না করলে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো সম্ভব নয়।

রৗমারীতে প্রতিবন্ধী মহিমার মানবেতর জীবন যাপন

রৌমারী উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে ভারত বাংলাদেশ লাগোয়া গ্রামের নাম ছাট কড়াইবাড়ি। এই গ্রামের দিন মজুর মৃতু শফিয়ার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT