কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগার গ্ৰামের চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৯) এবং আনোয়ার হোসেনের ছেলে মানিক মিয়া (২৯) ৪ কেজি ৫০০ গ্ৰাম গাঁজা ৩০৪৫ পিস ইয়াবা, ৩ টি ভারতীয় ব্র্যান্ডার মোবাইল ফোন ও ৪ টি ভারতীয় রুপিসহ তাদেরকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগার চর গ্ৰামের চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন এবং আনোয়ারের ছেলে মানিক মিয়ার বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতবাড়ী থেকে মাদকসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।
986
Shares
শেয়ার করুন
শেয়ার করুন