কোরবানির হাটসংলগ্ন ব্যাংক খোলা রাখার নির্দেশনা

কোরবানি পশু ব্যবসায়ীসহ অন্যান্যদের ব্যাংকিং সেবা দিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ঈদের আগেরদিন মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং চলবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটগুলোতে অনেক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ।

এ অবস্থায় আর্থিক লেনদেন নিরাপদ ও সহজতর করার লক্ষ্যে ঢাকা মহানগরীর কোরবানির পশুর হাটগুলোর কাছাকাছি শাখাগুলোয় বিশেষ ব্যবস্থায় স্বাভাবিক ব্যাংকিং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর রাত ১০টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসব শাখায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দেওয়ার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

রৗমারীতে প্রতিবন্ধী মহিমার মানবেতর জীবন যাপন

রৌমারী উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে ভারত বাংলাদেশ লাগোয়া গ্রামের নাম ছাট কড়াইবাড়ি। এই গ্রামের দিন মজুর মৃতু শফিয়ার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT