মাইনুল ইসলাম :
ঢাকা জেলার সাভার থানা বিএনপির সভাপতি ও বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৯ মে বৃহস্পতিবার সাভার বিরুলিয়া ইউনিয়নের আকরানে মরহুমে আলালের নিজ বাড়ী সংলগ্নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রচুর বৃষ্টি উপেক্ষা করে এলাকার ও আশপাশের ইউনিয়ন থেকে নেতাকর্মী, সাভার ও ঢাকা জেলা বিএনপির নেতা সহ সর্বস্তরের হাজারো মানুষ এ দোয়া ও আলোচনা সভায় অংশ নেন। মরহুম মাহমুদুল হাসান আলাল সাভার থানা বিএনপির সভাপতি ও বিরুলিয়া ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এ সভায় মরহুম আলালের ছোট ভাই সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন ছাত্র-দলের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাভার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম বিল্টু, সাভার থানা যুগ্ন সম্পাদক গোলাম হোসেন ডালিম, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ভিপি পারভেজ মল্লিক, ড্যাফোডিল সিটির ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন প্রমূখ। এছাড়া বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।