ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে-পরে তিন দিন করে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন গাড়ি চলাচলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিষেধাজ্ঞা দিয়েছে।

সোমবার (২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্মানিত ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর থেকে দেশের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক মানুষ যাবেন-আসবেন। আনুমানিক ১ কোটির বেশি মানুষ ঈদের সময় ঢাকা মহানগর ত্যাগ করেন। ঢাকায় অন্তত ৩০ লাখ মানুষ প্রবেশ করবেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবং কোরবানির পশুর হাট সংলগ্ন যানবাহনের চলাচল নির্বিঘ্ন করার জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। কিছু নির্দেশনা অনুসরণ করার জন্য এমতাবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সড়ক/মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ সংক্রান্তে নির্দেশনা:

আসন্ন ঈদ উপলক্ষে আগামী ৪-৬ জুন এবং ১২-১৪ জুন, এই মোট ৬দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে মহাসড়কে। তবে এর আওতামুক্ত থাকবে-পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন।

সড়ক/মহাসড়কে যান চলাচল সংক্রান্ত নির্দেশনা:
(১) কোনোক্রমেই রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবে না।

(২) আন্তঃজেলা বাসকে টার্মিনালের ভেতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। কোনো অবস্থাতেই টার্মিনালের বাইরে সড়কের ওপরে বাস দাঁড় করানো যাবে না।

(৩) অনুমোদিত কাউন্টার ব্যতীত রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠানো ও নামানো যাবে না।

(৪) ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তাতে কোনোভাবেই যানবাহন পার্কিং করা যাবে না।

(৫) লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমণকারী গাড়ি রাস্তায় নামানো যাবে না।

(৬) ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটিতে ৪, ৫ ও ৬ জুন শুধুমাত্র ঢাকা মহানগর থেকে বের হওয়ার জন্য (একমুখী) সব ধরনের যানবাহন চলাচল করবে। এ সড়কে আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা প্রবেশ করবে এমন যানবাহন আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করবে।

(৭) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধুমাত্র ঢাকা থেকে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) সব ধরনের যানবাহন ৪, ৫ ও ৬ জুন ঢাকা হতে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। বিআরটি এর ঢাকায় প্রবেশের লেনটি দিয়ে কোনো যানবাহন ঢাকা অভিমুখে (ইনকামিং) আসতে পারবে না। মহাসড়কের অন্যান্য লেনের গাড়ি আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে। বিআরটি এর ঢাকা অভিমুখী যানবাহন অন্যান্য যানবাহনের সঙ্গে স্বাভাবিক রাস্তায়/লেনে ঢাকায় আগমন করবে।

(৮) ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য ঢাকা মেট্রো এলাকার বিআরটিসি বাস ডিপোর বাস ঢাকা শহর অতিক্রম না করার ব্যবস্থা গ্রহণ করতে হবে (যেমন-গাবতলী/কল্যাণপুর ডিপোর বাস রাজশাহী/রংপুর বিভাগ এবং মতিঝিল ও ফুলবাড়িয়া ডিপোর বাস চট্টগ্রাম/সিলেট বিভাগে চলাচল করবে)।

(৯) ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য যানবাহনকে আগামী ৪, ৫ ও ৬ জুন কিছু সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (বনানী টু আব্দুল্লাহপুর); ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড): মিরপুর রোড (শ্যামলী টু গাবতলী); ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু বাবুবাজারব্রিজ): ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গাত্রীজ): মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ সড়ক; আব্দুল্লাহপুর টু ধউর ব্রিজ সড়ক

কোরবানির পশুর হাট কেন্দ্রিক যান চলাচলের নির্দেশনা:
(১) পশুর হাটের ইজারায় উল্লিখিত সীমানা ও স্কেচ ম্যাপের বাইরে সড়কের উপর কোনোভাবেই কোরবানির পশু কেনাবেচা এবং লোড-আনলোড করা যাবে না।

(২) কোরবানির পশু পরিবহনকারী যানবাহন আনলোড করার জন্য এবং বিক্রয়কৃত পশু লোড করার জন্য হাটের ভেতর পৃথক পৃথক জায়গা খালি রাখতে হবে। যদি হাটে পর্যাপ্ত জায়গা না থাকে, তবে নিকটবর্তী কোনো জায়গায় পৃথক পৃথক আনলোড এবং বিক্রিত পশু লোড করার স্থান নির্ধারণ নিশ্চিত করতে হবে।

(৩) কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে সড়কে শৃঙ্খলা রক্ষায় কোনো হাটে কোরবানির পশু যাবে, এ বিষয়ে সুনির্দিষ্ট হাটের নাম সম্বলিত ব্যানার ট্রাকের সম্মুখে টাঙাতে হবে।

(৪) হাইওয়ে বা গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোনো পশুর হাট ইজারা প্রদান না করা।

(৫) ঢাকা মহানগরের ফিডার রোড/সরু রোডের পাশে যদি কোনো পশুর হাট ইজারা দেওয়া হয়, তবে অবশ্যই সড়ক এবং হাটের মাঝে ৬ ফুট উঁচু প্রাচীর স্থাপন করতে হবে এবং সুবিধাজনক জায়গায় এন্ট্রি এবং পৃথক এক্সিট রাখতে হবে।

(৬) পশুর হাট সংলগ্ন সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে সহযোগিতার জন্য ইজারাদার কর্তৃক পর্যাপ্ত সংখ্যক কর্মী/স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

(৭) পশুর হাটে গমনাগমনকারী রাস্তায় কোনোক্রমেই ক্রেতাদের গাড়ি, পশুবাহী ট্রাক/পিকআপ পার্ক করা যাবে না। কেউ পার্কিং করলে তাৎক্ষণিকভাবে গাড়ি আটক করে ডাম্পিংয়ে প্রেরণ করা হবে।

(৮) পশুর হাটের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(৯) কোরবানির পশু সড়কের উপরে যত্রতত্র কোরবানির জবাই না করে যথাসম্ভব নির্ধারিত স্থানে পশু কোরবানি করতে হবে।

এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য উক্ত নির্দেশনাসমূহ সংশ্লিষ্ট সকল যানবাহনের চালক, পশুর হাট সংশ্লিষ্ট ব্যক্তি ও নগরবাসীকে প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

ঢাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৬৫ জন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৬৫ জন। শনিবার (৭ জুন) সকাল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT