দোহাজারী কক্সবাজার রেল লাইন প্রকল্প হস্তান্তর হবে শনিবার

উদ্বোধনের দুই বছরের মাথায় অবশেষ দোহাজারী–কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ (কক্সবাজার রেল লাইন ও আধুনিক স্থাপত্যশৈলীর আইকনিক স্টেশন ভবন) রেলওয়ের কাছে হস্তান্তর করতে যাচ্ছেন প্রকল্প পরিচালক। বাংলাদেশ রেলওয়ের বহুল গুরুত্বপূর্ণ দোহাজারী–কক্সবাজার রেল লাইন প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের মার্চে। এর আগেই প্রকল্পের সকল কাজ রেলওয়ের কাছে হন্তান্তর করা হচ্ছে। তবে প্রকল্পের কাজ হস্তান্তরের আগে বিশেষ করে আধুনিক দৃষ্টি নন্দন স্থাপত্যে নির্মিত কক্সবাজার আইকনিক রেল স্টেশন, দোহাজারী–কক্সবাজার ১০২ কিলোমিটার আধুনিক রেল লাইন এবং দোহাজারী থেকে রামু পর্যন্ত অপর ৯টি আধুনিক রেল স্টেশন ভবনসহ যাবতীয় কাজ সরেজমিনে দেখতে আসছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি)। আগামী শনি ও রোববার (১১ ও ১২ অক্টোবর) রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন কক্সবাজার আইকনিক স্টেশন ভবনসহ প্রকল্পের সকল কাজ দেখার জন্য আসছেন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ নভেম্বর প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত ১০২ কিলোমিটার দীর্ঘ দোহাজারী–কক্সবাজার রেললাইনটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ওই বছরের ১ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে ঢাকা–কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয়। তার এক মাস পর ২০২৪ সালের জানুয়ারিতে চালু হয় পর্যটক এক্সপ্রেস। গত বছর চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চালু হয়েছে প্রবাল ও সৈকত এক্সপ্রেস। এরপর থেকেই দেশের মানুষের কাছে ট্রেনে করে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণের আকর্ষণ দিনদিন বাড়তে থাকে। বর্তমানে রেলওয়ের সবচেয়ে লাভজনক রুট হচ্ছে কক্সবাজার রেলপথ।

৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক

রেলওয়ের মহাপরিচালকের দেখতে আসার ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) এবং দোহাজারী–কক্সবাজার রেল লাইনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সবুক্তগীন বলেন, দোহাজারী–কক্সবাজার রেল লাইন প্রকল্পের মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত। প্রকল্পের কাজ শেষ হওয়ায় আমরা রেলওয়ের কাছে হস্তান্তর করব। হস্তান্তরের আগে কাজের সবদিক দেখার জন্য আগামী শনি ও রোববার ডিজি মহোদয় আসবেন। উনি কাজের সবদিক দেখার পর আমরা রেলওয়ের কাছে হস্তান্তর করব। আধুনিক দৃষ্টি নন্দন স্থাপত্যে নির্মিত কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে ঘিরে দেশের রেলযাত্রীদের অনেক স্বপ্ন। সারাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক কঙবাজার বেড়াতে যান। তাদের স্বপ্ন থাকে দেশের একমাত্র পাঁচতলা বিশিষ্ট আইকনিক ভবনকে ঘিরে। এই ভবনের সৌন্দর্য অবলোকন করা, ঘুরে বেড়ানো, এই স্টেশন ভবনে যাত্রীদের যে সব সুযোগ সুবিধা থাকার কথা সে সব উপভোগ করা। কিন্তু পর্যটন নগরী কক্সবাজার ট্রেন চলাচল শুরু হওয়ার ২ বছরেও দৃষ্টিনন্দন আইকনিক ভবনের নিচতলায়ও পুরোদমে অপারেশনাল কার্যক্রম শুরু করা যায়নি। বারবার সময় নেয়ার পরও আইকনিক ভবনের কাজ শেষ করতে পারেনি প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্বমানের পাঁচতলা বিশিষ্ট এই স্টেশন ভবনটি চালু হলে এখানে যাত্রীদের জন্য থাকবে– থাকা–খাওয়ার তারকা মানের হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল, কমিউনিটি সেন্টার, যাত্রীদের মালামাল রাখার লকার, শিশু যত্ন কেন্দ্র, মসজিদসহ অত্যাধুনিক সব ধরনের সুযোগ–সুবিধা। যদি কেউ চায়– রাতের ট্রেন ধরে সকালে কঙবাজার পৌঁছে মালামাল স্টেশনে রেখে সারাদিন সমুদ্রসৈকত বা পর্যটন স্পট ঘুরে রাতে আবার ফিরে যেতে পারবেন। কিন্তু কক্সবাজার ট্রেন চালু হওয়ার ২ বছরেও আইকনিক স্টেশন বিল্ডিংটি চালু করতে না পারায় পর্যটন নগরী কক্সবাজার ট্রেন যাত্রীরা এই স্টেশনের অনেক সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের দূর–দূরান্ত থেকে শত শত পর্যন্ত এই স্টেশন দেখতে এসে হতাশ হয়ে আবার ফিরে যাচ্ছেন।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ

অবশেষে আগামী ডিসেম্বরে প্রকল্প কর্মকর্তারা রেলওয়ের কাছে বহুল আলোচিত কক্সবাজার রেল লাইন, আইকনিক স্টেশন বিল্ডিং ভবনসহ সকল হস্তান্তর করতে যাচ্ছে। কঙবাজার আইকনিক ষ্টেশন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২১৫ কোটি টাকা। রেল ভবনের এক কমর্ককর্তা জানান, কাজ শেষ হলে আইকনিক স্টেশনের নিচতলা এবং দ্বিতীয় তলায় রেলওয়ের অপারেশনাল কাজ চলবে। উপরে তৃতীয় তলায় শপিংমল, ৪র্থ তলায় তারকা মানের হোটেল, ৫ম তলায় কমিউনিটি সেন্টার পরিচালনার জন্য প্রাইভেট খাতে লিজ দেয়ার চিন্তা ভাবনা চলছে। কারণ হোটেল, শপিংমল এবং কমিউনিটি সেন্টারের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। তারকা মানের হোটেল, শপিংমল এবং কমিউনিটি সেন্টার পরিচালনার মত আমাদের রেলের এত স্টাফ নেই। আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে এই কারণে প্রাইভেট খাতে লিজ দেয়ার ব্যাপারে উর্ধ্বতন মহলে চিন্তা ভাবনা চলছে। লিজ দেয়া হলে এর মান বজায় থাকবে। এই ভবনের আন্তর্জাতিক মান বজায় রাখতে কঙবাজার আইকনিক রেল স্টেশন ভবনের হোটেল, শপিংমল এবং কমিউনিটি সেন্টার বেসরকরিভাবে টেন্ডারে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

রৌমারীতে বয়েজ উদ্দিন অটোগ্যাস ফিলিং স্টেশন সিলগালা

রৌমারী মহিলা কলেজ রোড বয়েজ উদ্দিন অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে সিলগালা করা হয়। গতকাল রবিবার দুপুর ২ টায় মহিলা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT