বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি অনুষ্ঠিত

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’— এই শ্লোগানকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৫তম গণশুনানি।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর আয়োজনে রবিবার (১২ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।

রাজিবপুরে বিএনপি সহ বিভিন্ন দলের ৬০জন নেতাকর্মী জামায়াতে যোগদান

তিনি বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। নিজেদের ঘর থেকে শুদ্ধতার চর্চা শুরু করতে হবে। ব্যক্তিগত লোভ-লালসা পরিহার না করলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগাতে শিক্ষকদের শ্রেণিকক্ষে নিয়মিত এসব বিষয়ে আলোচনা করা জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, বরগুনার পুলিশ সুপার মো. আল মামুন শিকদার এবং দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদার।

গণশুনানিতে ১৮টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৯টি অভিযোগের শুনানি হয়।

পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডারে শুরুতেই অনিয়ম, পিপিআর লঙ্ঘন

তন্মধ্যে ৩টি অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত, ২ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং ৩ জন কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়।
অবশিষ্ট অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করতেই এই গণশুনানির আয়োজন।

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT