সিরাজুল মনিরঃ
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর পুষ্টি ইউনিটের আয়োজনে ‘Leadership Development on Nutrition Sensitive Agriculture’ শীর্ষক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ অদ্য ১৩ অক্টোবর ২০২৫ সোমবার বিএআরসি’র সভাকক্ষ-১ এ শুরু হয়েছে। সকালে বিএআরসি’র মৎস্য বিভাগের সদস্য পরিচালক জনাব অজিত কুমার চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএআরসি’র পুষ্টি ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. যাকীয়াহ্ রহমান মনি। প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বারটানের ২৫ জন বিজ্ঞানী/কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ কর্মসূচির সামগ্রিক উদ্দেশ্য হলো কৃষি বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মকর্তাদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা পুষ্টি-সংবেদনশীল কৃষি (NSA) বিষয়ক কার্যক্রম দক্ষতার সাথে পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং প্রচারে উদ্যমী ভূমিকা পালন করতে পারেন।













