ভারপ্রাপ্ত দিয়ে চলছে চট্টগ্রামের জেলা প্রশাসন

চট্টগ্রামে ১৮ দিন ধরে জেলা প্রশাসক নেই। ভারপ্রাপ্ত দিয়ে চলছে দেশের গুরুত্বপূর্ণ এ জেলার প্রশাসনিক কার্যক্রম। এতে জেলার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা এটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেন।

সর্বশেষ জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা ফরিদা খানমের বদলির পর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে। গতকাল সোমবার পর্যন্ত তিনি চট্টগ্রামে যোগ দেননি। কবে যোগ দেবেন তা–ও অনিশ্চিত। বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা প্রশাসনের যাবতীয় কার্যক্রম সামাল দিচ্ছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ১৮ দিন ধরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসন চলার নজির তেমন নেই। সুজন চট্টগ্রাম জেলার সম্পাদক অ্যাডভোকেট আকতার কবির আজাদীকে বলেন, চট্টগ্রাম জেলা বড় ও গুরুত্বপূর্ণ জেলা। এখানে বন্দরসহ নানা গুরুত্ব বিষয় রয়েছে। এ রকম একটা গুরুত্বপূর্ণ জেলায় ভারপ্রাপ্ত দিয়ে চালানো যায় না। উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না, তা তো না। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না বা নেন না। জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় নিশ্চয়ই আটকে আছে। সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। কী এমন সংকট হলো যে নিযোগ পাওয়া জেলা প্রশাসক যোগদান করছেন না? সংশ্লিষ্টদের কাছে আমাদের প্রত্যাশা, শীঘ্রই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হোক।

সিনিয়র অ্যাডভোকেট ও মানবাধিকারকর্মী জিয়া হাবিব আহসান বলেন, ১৮ দিন ধরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসন চলছে। বিষয়টি দুর্ভাগ্যজনক। চট্টগ্রাম এখন অভিভাবকহীন। এ সরকারের আমলে এটা আশা করিনি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দিয়ে সবকিছু দেখভাল করা সম্ভব নয়।

রৌমারী যাদুর চর দিগলা পাড়া নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক

২১ সেপ্টেম্বর নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপ–সচিব হিসেবে বদলি করা হয়। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদা খানমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেই হিসেবে ২৬ সেপ্টেম্বর থেকে গতকাল ১৩ অক্টোবর পর্যন্ত ১৮ দিন ধরে চট্টগ্রামে জেলা প্রশাসক নেই।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, দ্রুত সময়ে নতুন জেলা প্রশাসক যোগদান করবেন। তবে সঠিক সময়টা বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার দিকে চেয়ে আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখছেন। ‘২৩ দিন আগে নতুন জেলা প্রশাসক নিয়োগ হয় এবং ১৮ দিন ধরে জেলা প্রশাসকহীন চট্টগ্রাম জেলা। নিয়োগ স্থগিত কিংবা বাতিল হয়েছে, এমন কোনো খবরও নেই। ঠিক কী কারণে নতুন জেলা প্রশাসক কর্মে যোগদান করছেন না?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে বলতে পারবেন। আমরা আশা করছি শীঘ্রই এ বিষয়ের সুরাহা হবে। তিনি বলেন, নিয়মিত জেলা প্রশাসক না থাকলেও জেলা প্রশাসনের কাজ থেমে নেই। সকল রকম কাজ চলমান রয়েছে। ভালোই কাজ হচ্ছে।

নিয়োগ পাওয়ার পর ২৩ দিন অতিবাহিত হয়ে গেছে। এখনো কেন চট্টগ্রামে যোগদান করছেন না? জানতে চাইলে মোহাম্মদ আব্দুল আউয়াল গতকাল সন্ধ্যায় বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমি বর্তমানে নওগাঁয় আছি। শীঘ্রই চট্টগ্রামবাসী আপনাকে পাচ্ছেন কিনা–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইনশাআল্লাহ।

জানা গেছে, চট্টগ্রাম থেকে বিদায় নেয়া ফরিদা খানমকে এক সপ্তাহের মধ্যে তিনটি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ২১ সেপ্টেম্বর প্রথমে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয় এবং ২৮ সেপ্টেম্বর তাকে বদলি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফরিদা খানম। অন্যদিকে ওই সময় চট্টগ্রামে জেলা প্রশাসক থাকা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়।

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা লোকজন বলেন জেলা প্রশাসকের সরাসরি সাক্ষাৎ ছাড়া অনেক কাজ অসম্পূর্ণ থেকে যায়। সকল কাজ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক করতে চাই না এতে অনেক ফাইল এবং নথিপত্র আটকে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT