পাকিস্তানে সেনা অভিযানে ৩০ ‘জঙ্গি’ নিহত

সম্প্রতি ওরাকজাই জেলায় সামরিক বাহিনীর ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ৩০ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত এই সন্ত্রাসীরা দেশের বিভিন্ন অঞ্চলে চালানো সর্বশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, এই ৩০ জন জঙ্গি খাইবার পাখতুনখোয়ার (কেপি) ওরাকজাইয়ে হওয়া ওই হামলার সঙ্গে জড়িত ছিল। ওই হামলায় দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তায়্যাব রাহাতসহ মোট ১১ জন সেনা সদস্য নিহত হয়েছিলেন।

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর আগে জানিয়েছিল, গত ৭ অক্টোবর দিনগত রাতে ওরাকজাই জেলায় ‘ভারতের মদদপুষ্ট’ ফিতনা আল-খাওয়ারিজের উপস্থিতির তথ্যের ভিত্তিতে একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান (IBO) চালানো হয়, যেখানে ১৯ জন সন্ত্রাসী নিহত হয়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে শুক্রবার জানা যায়, সম্প্রতি ওরাকজাইয়ে সামরিক বাহিনীর ওপর হামলায় জড়িত ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে যুক্ত কমপক্ষে ৩০ জন জঙ্গিকে নিউট্রালাইজ বা হত্যা করা হয়েছে।

মামদানির জয় : ইহুদি ডেমোক্র্যাটদের রাজনীতিতে বিভাজনের নতুন রেখা

একই দিনে ‘খাওয়ারিজ’ জঙ্গিকে হত্যার কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুনখোয়ার (কেপি) ডেরা ইসমাইল খান-এর দারাবান এলাকায় আরও একটি ইন্টেলিজেন্স-বেসড অপারেশন (আইবিও) পরিচালনা করা হয়। আইএসপিআর জানিয়েছে, এই অভিযানে ভারতের মদদপুষ্ট আরও সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানে পাক সেনাবাহিনীর মেজর সিবতাইন হায়দার (৩০) বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। তিনি কোয়েটা জেলার বাসিন্দা ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT