গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪অক্টোবর মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন, গত ১৭ বছর কোন মানুষের ভোটের অধিকার ছিল না, কোন নেতা এমপি প্রার্থী’রা সাধারণ মানুষের কাছে যেত না। মানুষের কোন মূল্যায়ন ছিল না, ভোটারদের কোন মূল্যায়ন ছিল না। নতুন করে আবার বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
মানুষের মূল্যায়ন বেড়েছে আমরা সেই মূল্যায়নটা ধরে রাখতে চাই,রাষ্ট্রের মালিক জনগণ। তাদেরকে সচেতনতার মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার ফেরত পেতে ভয়-ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১দফা ঘোষণা করেছেন তা এই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।
গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালী পাড়া উপজেলার ভাঙ্গারহাট এলাকায় কাজী মন্টু কলেজ মাঠ প্রাঙ্গনে এক সম্প্রীতি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছে, আর এই নির্বাচনকে সামনে রেখে অতীতের মত একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর একটি দল পি আর পদ্ধতি নিয়ে কথা বলছে বাংলাদেশের মানুষ পি আর বোঝেনা এমনকি যারা দাবি তুলছে তারা নিজেরাও জানে যে তারা বোঝে না।
এজন্যই তারা মুখে পি আর পদ্ধতির কথা বললেও সারাদেশে প্রতিটি আসনে প্রার্থিতা চূড়ান্ত করে ফেলেছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট আবুল বাশার খয়ের, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট তৌফিকুর রহমান। উপজেলা বিএনপি আয়োজিত এ সম্প্রীতি সমাবেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ যোগদান করে।













